ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক:তানজিন তিশা গত কয়েক মাস ছোট পর্দার কাজ থেকে দূরে থাকলেও এ মাধ্যমটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বিষয়টি তেমন নয়। সম্প্রতি তিনি চলচ্চিত্রে সম্পৃক্ত হতে যাচ্ছেন বিষয়ক খবরে অনেকেই মনে করেছিলেন, তিনি হয়তো ছোট পর্দায় অভিনয় করবেন না। কিন্তু বিষয়টি সত্য নয়। ভালো গল্প এবং অভিনয় করার মতো চরিত্র পেলে অবশ্যই তিনি নাটক টেলিফিল্মে অভিনয় করবেন। তবে ধারাবাহিক নাটকে তিনি আর অভিনয় করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। নিজের ক্যারিয়ারের পরিকল্পনা নিয়ে তানজিন তিশা বলেন, মাঝে কিছুদিন ছোট পর্দার কাজ থেকে বিরত থাকলেও এখন আবার ছোট পর্দার কাজে নিয়মিত হয়েছি। নতুন বছরের শুরুতেই কয়েকটি নাটকে কাজ করবো। তবে এই মুহূর্তে আমি চলচ্চিত্রে কাজ করার জন্য পুরোপুরি প্রস্তুত। চাইলে যে কোনো ভালো প্রযোজনা সংস্থাই আমাকে নিয়ে কাজ করতে পারেন। আমার যদি গল্প, চরিত্রসহ অন্যান্য আনুষঙ্গিক বিষয় মনের মতো হয় তাহলে অবশ্যই আমি চলচ্চিত্রে কাজ শুরু করতে চাই। তবে চলচ্চিত্রে কাজ করার জন্য চুক্তি স্বাক্ষর না হওয়া পর্যন্ত আমি ছোট পর্দায় নিজেকে ব্যস্ত রাখতে চাই। কারণ এই মাধ্যমটিই আমাকে আজকের তানজিন তিশাতে পরিণত করেছে। এদিকে বর্তমানে একটি স্যাটেলাইট চ্যানেলে তানজিন তিশা অভিনীত একটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। এর কাজও তিনি শিগগরিই শেষ করে দেবেন। তানজিন
তিশা অভিনীত সর্বশেষ প্রচারিত একক নাটক হচ্ছে সরদার রোকন পরিচালিত ‘পরী ও চাঁদের টিপ’।