সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচন ॥ দুই চেয়ারম্যান প্রার্থী ॥ মেম্বর পনের ঃ সংরক্ষিত মহিলা সদস্য উনিশ

ক্রাইমবার্তা রিপোট:দেশের অন্যান্য জেলার ন্যায় আজ সাতক্ষীরা জেলা পরিষদের নির্বাচন। জেলা পরিষদের চেয়ারম্যান পদে জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ এবং সাধারন সম্পাদক নজরুল ইসলাম প্রতিদ্বন্দিতা করছেন। গত কয়েক দিন ব্যাপী বিরামহীন প্রচার প্রচারণার পর আজ কাঙ্খিত ভোট গ্রহণের দিন। দলীয় প্রতিকে জেলা পরিষদ নির্বাচন না হলেও দল সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বিদ্যমান। সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত মনোনয়ন পত্র জেলা আওয়ামীলীগ সভাপতি দেবহাটা কালিগঞ্জ সংসদীয় এলাকা হতে একাধিকবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য মুনসুর আহমেদ আনারস প্রতীক নিয়ে লড়ছেন অন্যদিকে দলীয় সমর্থন না পেলেও প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের

final-pc

সম্পাদক একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান ও প্রাক্তন উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম মোটরসাইকেল প্রতীক নিয়ে লড়ছেন। জেলার সকল উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পৌর মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান ও মেম্বররা জেলা পরিষদ নির্বাচনে ভোটার, জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় চেয়ারম্যান পদে দুইজন, সাধারন সদস্য পদে পঁচাত্তর জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে উনিশ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন, এক হাজার একান্ন জন ভোটার আজ তাদের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে জেলা পরিষদের একজন চেয়ারম্যান, পনের জন সাধারণ সদস্য ও পাঁচজন সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত করবেন, জেলার পনেরটি ওয়ার্ডে পনেরটি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। সকাল নয়টা হতে বিকাল তিনটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, চেয়ারম্যান পদে দুই প্রার্থীই আওয়ামীলীগের শীর্ষ পদধারী হওয়ায় দলীয় নেতৃবৃন্দ ও দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে।

Check Also

সাতক্ষীরা জেলা জলবদ্ধতা নিরসন কমিটির সভা

শাহ জাহান আলী মিটন , সাতক্ষীরা :সাতক্ষীরা   জেলা  জলবদ্ধতা নিরসন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।সাতক্ষীরা জেলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।