সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে তালা ১৫ নং ওয়ার্ডে সাংবাদিক মীর জাকির হোসেন বিপুল ভোটে নির্বাচিত

ক্রাইমবার্তা রিপোট:আকবর হোসেন.তালাঃ ২৮ ডিসেম্বর তালা বিদে সরকারি উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে ১৫ নং ওয়ার্ড তালায় শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। ৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। প্রাপ্ত ফলাফলে চেয়ারম্যান পদে আলহাজ্ব নজরুল ইসলাম (মটরসাইকেল প্রতীক) ৫৯ ভোট ১৫ নং ওয়াডে বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি শেখ মুনছুর আহম্মেদ (আনারস প্রতীক ) ২১ ভোট পেয়েছেন। 38
স্থানীয় ওয়ার্ড সদস্য পদে মীর জাকির হোসেন (টিউবওয়েল) প্রতীক ৫১ ভোট পেয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দি শাহাবুদ্দিন বিশ্বাস (হাতি) ২৭ ভোট পেয়েছেন। সংরক্ষিত নারী সদস্য পদে মাহফুজা সুলতানা রবি (দোয়াত-কলম) প্রতীক নিয়ে ৩৫ ভোট পেয়ে ১৫ ওয়ার্ডে বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম শাকিলা ইসলাম জুই পেয়েছেন ১৭ ভোট ।
তালা দায়িত্ব প্রাপ্ত প্রিজাউডিং অফিসার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাদিউজ্জামান জানান, জেলা পরিষদ নির্বাচনে ১৫ নং ওয়ার্ডে তালার নির্বাচন সুষ্ট ও সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে।

Check Also

এমপি জগলুলের ভাই জহিরুল হায়দার বাবু গ্রেফতার

সাতক্ষীরার শ্যামনগর ইউনিয়ন পরিষদের সাবেক (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি এস এম জরুহুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।