ক্রাইমবার্তা রিপোট:গাজীপুর সংবাদদাতা,গাজীপুর মহানগর জয়দেবপুর থানা জামায়াতের উদ্যোগে সমাজের দুস্থ অসহায় ও গরীব মানুষের মাঝে বুধবার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।জামায়াতের জয়দেবপুর থানা আমীর ছাদেকুজ্জামান খান এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন গাজীপুর মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য অধ্যক্ষ ইবনে ফয়েজ। এসময় প্রধান অতিথি বলেন দুস্থ মানুষের সার্বিক কল্যাণের ও জীবন মানের উন্নয়নের মূল দায়িত্ব হচ্ছে সরকারের। কিন্তু দুঃখের বিষয় সরকার দরিদ্র জনগনের কল্যাণের পরিবর্তে নিজেদের কল্যাণে ব্যাস্ত, এ ক্ষেত্রে জামায়াতের ইসলামী সবসময়ই জনগণের কল্যাণে নিয়োজিত। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য মৌলভী আব্দুস সামাদ, মাওঃ আবু তাহের, নূরুল ইসলাম, মোশারফ হোসেন, মাওঃ মোশারফ হোসেন প্রমুখ।
Check Also
সাতক্ষীরায় উগ্রবাদী সাদপন্থীদের বিরুদ্ধে তৌহিদি জনতার মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি ; উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীদের কর্মকান্ডের প্রতিবাদে সাতক্ষীরায় প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন …