ক্রাইমবার্তা রিপোট:রহিম রেজা, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি ঝালকাঠি জেলা পরিষদের দু’টি আসনের নির্বাচনে রাজাপুরের সংরক্ষিত পদে আ’লীগের মনোনিত প্রার্থী নাসরিন সুলতানা মুন্নি (ফুটবল) এবং নং ৫ নং আসনে (সাতুরিয়া-শুক্তাগড়) আ’লীগের প্রার্থী আঃ সোবাহান খান (তালা) নির্বাচিত হয়েছেন। নির্বাচনে নাসরিন সুলতানা মুন্নি পেয়েছেন ৪৬ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লিপি আক্তার (টেবিল ঘড়ি) পেয়েছেন ৩৩ ভোট এবং সোবাহান খান পেয়েছেন ১২ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গিয়াস উদ্দিন (হাতি) ১০ ভোট। সংরক্ষিত আসনের মোট ৮০ জন এবং সদস্য পদে ২৫ জন ভোটার বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে সাতুরিয়া, রাজাপুর সদর ও বড়ইয়া ইউনিয়ন পরিষদ কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এদিকে প্রতিদ্বন্দ্বি না থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হয়েছে আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান পদে সরদার মো. শাহ আলম, সংরক্ষিত আসনে সদস্য পদে রেবা রাণী মন্ডল (আসন-১), শারমিন মৌসূমী কেকা (আসন-৩), সেজুতি বিশ্বাস (আসন ৪) ও নাসিমা আক্তার (আসন-৫) এবং সাধারন সদস্য পদে শাখাওয়াত হোসেন অপু সিকদার (আসন-১), এসএম আমিনুল ইসলাম (আসন-২), মোঃ মনিরুজ্জামান (আসন-৩), ফয়জুর রব আজাদ (আসন-৪), অধ্যক্ষ মোঃ গোলাম বারী (আসন-৬), আঃ রশিদ হাওলাদার (আসন-৭), অ্যাডভোকেট আব্দুল মান্নান রসুল (আসন-৮), সালাহউদ্দিন আহমেদ সালেক (আসন-৯), সাইদুর রহমান সেন্টু (আসন-১০), মোহাম্মদ আলী খান (আসন-১১), আব্দুল ওয়াহেদ খান (আসন-১২), মাহবুব হোসেন (আসন-১৩), খন্দকার মুজিবুর রহমান (আসন-১৪), ইঞ্জিনিয়ার মোঃ হাতেম আলী (আসন-১৫)।
Check Also
সাতক্ষীরায় উগ্রবাদী সাদপন্থীদের বিরুদ্ধে তৌহিদি জনতার মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি ; উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীদের কর্মকান্ডের প্রতিবাদে সাতক্ষীরায় প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন …