জেলা পরিষদ নির্বাচনে সাতক্ষীরায় মুনসুরকে হারিয়ে জয়ের পথে নজরুল

ক্রাইমবার্তা রিপোট:!মীর খায়রুল আলম::  জেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামীলীগের সভাপতিতে
পিছনের ফেলে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জয়ের
পথে এগিয়ে। বেশ কয়েকটি কেন্দ্রের বেসরকারি ফলাফল ডেইলি সাতক্ষীরা’র হাতে30
এসে পৌঁছেছ । এর মধ্যে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে
৮০ ভোটের মধ্যে ৬৯ ভোট পেয়েছেন মটরসাইকেল প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম
মুনসুর আহমেদ ১০। আশাশুনির প্রতাপনগর কেন্দ্রে নজরুল ইসলাম ৬৯, মুনসুর
আহমেদ ১১। ভোট্ কলারোয়া পাইলট হাইস্কুল কেন্দ্রে নজরুল ইসলাম ৫১, মুনসুর
আহমেদ ১০। উপজেলার বামনখালিতে নজুরল ইসলাম ৫২, মুনসুর আহমেদ ৪। কালিগঞ্জ
তারালী কেন্দ্রে নজরুল ইসলাম ৪৬, মুনসুর আহমেদ ২১।  ভাদড়া নজরুল ইসলাম
৪৮, মুনসুর আহমেদ ১৬। বিষ্ণুপুর নজরুল ইসলাম ৩৮, মুনসুর আহমেদ ২৬।
গোনাকরকাটী নজরুল ইসলাম ৬৯, মুনসুর আহমেদ ১১ । তালা নজরুল ইসলাম ৫৯,
মুনসুর আহমেদ ২১। ঝাউডাঙ্গা নজরুল ইসলাম ৬৪ মুনসুর আহমেদ ১৪ । শ্যামনগর
নজরুল ইসলাম ৫২, মুনসুর আহমেদ ১৩।
অর্থাৎ ১২টির মধ্যে ১১টি কেন্দ্রে নজরুল ইসলাম মটরসাইকেল প্রতীক নিয়ে
পেয়েছেন ৬০৭ ভোট আর মুনসুর আহমেদ পেয়েছেন ১৫৭ ভোট। ১টি কেন্দ্রের ফলাফল
এখনও আমাদের হাতে আসেনি। স্থগিত কেন্দ্র ৩টি ভোট আছে ২০৭টি।

Check Also

সাতক্ষীরায় লটারীতে টিকে থাকা ৭১ শিক্ষার্থীকে ভর্তির সুযোগের দাবিতে অভিভাবকদের সংবাদ সম্মেলন  

সাতক্ষীরা প্রতিনিধি ভর্তির লটারীতে টিকে থাকার পরও শুধুমাত্র বয়সের অজুহাতে সাতক্ষীরা সরকারি বালক ও বালিকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।