মেলবোর্নে উদ্বোধনী ব্যাটসম্যানদের তাণ্ডব

ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) তাণ্ডব চালাচ্ছেন উদ্বোধনী ব্যাটসম্যানরা। পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে ঝড় তুলছেন দুই দলের উদ্বোধনী ব্যাটসম্যান।

ইতোমধ্যে প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করেছেন পাকিস্তানের আজহার আলী। তিনিই মেলবোর্নে প্রথম পাকিস্তানী ব্যাটসম্যান যিনি দ্বিশতক হাকিয়েছেন। চমৎকার এই ইনিংসে ২০টি বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি।

শেষে ২০৫ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন তিনি।

পাকিস্তানের প্রথম ইনিংস ঘোষণার পর ব্যাট হাতে নামেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। দুর্দান্ত এক শতক হাঁকিয়েছেন তিনি। এটি তার টেস্ট ক্যারিয়ারের ১৭তম সেঞ্চুরি।

১১৩ বলে ১৩ বাউন্ডারিতে দুর্দান্ত এক শতক করেন তিনি। এখন ১২৯ রানে অপরাজিত আছেন।

আজহার-ওয়ার্নারের আগে এমসিজি-তে শতক করেছিলেন ভারতের বীরেন্দ্র শেবাগ ও অস্ট্রেলিয়ার হেইডেন।

 

Check Also

সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে আন্ত:থানা ক্রিকেট টুর্নামেন্ট।

স্টাফ রিপোটার: ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের ৫৪ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।