ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :আফগানিস্তানের সংকট নিয়ে আলোচনায় রাশিয়া, চীন এবং পাকিস্তানÑ ত্রিদেশীয় জোটের পরিধি বাড়াতে এবং এতে আফগানিস্তানসহ অন্যান্য দেশকে অন্তর্ভুক্ত করতে সম্মত হয়েছে। আঞ্চলিক বৈঠকে অনেকের অনুপস্থিতিকে কেন্দ্র করে কাবুলের অভিযোগে পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মস্কোয় অনুষ্ঠিত বৈঠক শেষে তিন দেশের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের দেয়া যৌথ বিবৃতিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়ে, বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলো জোটের পরিধি বাড়াতে আফগানিস্তানের অংশগ্রহণে সম্মত হয়েছে।
এ নিয়ে তৃতীয় দফা বৈঠকে করলো দেশ তিনটি। আফগানিস্তানের ক্রমঅবনতিশীল পরিস্থিতি, বিশেষ করে দেশটিতে আইএস অভ্যুদয়ের বিষয়ে দেশ তিনটির মধ্যে আলোচনা হয়েছে।
অবশ্য, এর আগের ত্রিদেশীয় দু’টি বৈঠকের কথা প্রকাশ্য ঘোষণা করা হয় নি। কিন্তু তৃতীয় বৈঠকের কথা প্রকাশ্য ঘোষণার মধ্য দিয়ে দেশ তিনটির মধ্যে সহযোগিতার ক্ষেত্রে ক্রমবর্ধমান আস্থার প্রমাণ দিচ্ছে। আফগানিস্তানে আইএস মাথা চাড়া দিয়ে ওঠার পরিপ্রেক্ষিতে এ সহযোগিতার অবকাশ তৈরি হয়েছে।
অবশ্য, তৃতীয় বৈঠকের ঘোষণা দেয়ায় পর কাবুল প্রকাশ্যেই বিরক্ত প্রকাশ করেছিল। আফগানিস্তানের প্রতিনিধিত্ব ছাড়া ত্রিদেশীয় প্রক্রিয়ার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছিল কাবুল।
সূত্র: দৈনিক জঙ উর্দু