ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে তিনটি পরিবর্তন হতে পারে।
টেস্ট অধিনায়ক ও উইকেটরক্ষক মুশফিকুর রহিম ইনজুরির কারণে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকবেন। তাই আগামীকাল মাঠে নামছেন না তিনি।
বাংলাদেশের পেস সেনসেশন মোস্তাফিজুর রহমানের দলে থাকাও অনিশ্চিত হয়ে পড়েছে।
আর সৌম্য সরকারের পারফরমেন্সে ধৈয্য হারিয়েছে টিম ম্যানেজমেন্ট।
এই টাইগারদের বদলে দলে অভিষেক হতে যাচ্ছেন তিন তরুণের।
মুশফিকের বদলে দলে জায়গা হচ্ছে নুরুল হাসান সোহানের। কাল বৃহস্পতিবার তার অভিষেক বলা যায় নিশ্চিত।
দীর্ঘদিন পর মাঠে ফিরলেও মোস্তাফিজকে টানা না খেলানোর পরামর্শ দিয়েছেন ফিজিও। তাই তার জায়গায় অভিষেক হতে যাচ্ছে পেসার শুভাশীষ রায়ের।
আর সৌম্যের বদলে অভিষেক হতে যাচ্ছে লেগ স্পিনিং অলরাউন্ডার তানবীর হায়দারের।
ম্যাচের দিন সকালে কৌশলগত কারণে শেষ মুহূর্তে কোনো পরিবর্তন না হলে, এই তিন তরুণের অভিষেক এক প্রকার নিশ্চিতই। ম্যাচের আগের দিন টিম মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে এমনটিই।