কুমিল্লায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

ক্রাইমবার্তা রিপোট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রামে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন।

আজ বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে উপজেলার পদুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।কুমিল্লায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ নিহতরা হলেন চাঁদপুর জেলার সাচারের সুনীল সাহার ছেলে সোহাগ সাহা (৩২), ঢাকার চকবাজার এলাকার নাজিম উদ্দিনের স্ত্রী কনিকা রহমান (৩৫) এবং অজ্ঞাতপরিচয় এক যুবক যার বয়স আনুমানিক ৩০-৩২ বছর। পুলিশ জানায়, ঢাকা থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মহাসড়কের পদুয়া এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের ঘুমন্ত এক নারীসহ তিন যাত্রী নিহত হন। এ সময় আহত হন আরো অন্তত ১০ যাত্রী। ট্রাকটি মহাসড়কের পদুয়া মোড়ের ফিলিং স্টেশন থেকে গ্যাস ভরে বের হচ্ছিল।

চৌদ্দগ্রাম থানার ওসি আবু ফয়সাল জানান, দুঘর্টনাকবলিত বাস-ট্রাক জব্দ করা হয়েছে। সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন ও হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ থানায় নেওয়া হয়েছে। এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।

Check Also

টিসিবির কার্ড ভাগাভাগি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, বিএনপি নেতা নিহত

চুয়াডাঙ্গায় দুপক্ষের সংঘর্ষে রফিকুল ইসলাম (৫০) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। শনিবার বেলা ১১টার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।