ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক : টানা নয় বারের মতো এবারও গ্যালাপের জরিপে আমেরিকার সবচেয়ে সম্মানিত ব্যাক্তি নির্বাচিত হয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মাত্র ৭ শতাংশ ভোটের ব্যাবধানে পেছনে ফেলে তিনি শীর্ষস্থান অধিকার করেন। জরিপে ওবামা ২২ শতাংশ ভোট পান, দ্বিতীয় অবস্থানে থাকা ট্রাম্প পান ১৫ শতাংশ ভোট। ৪ শতাংশ ভোট পেয়ে তালিকার তৃতীয় স্থানে পোপ ফ্রান্সিস। আর চতুর্থ স্থানটি দখল করেন ব্যার্নি স্যান্ডার্স; তিনি ২ শতাংশ ভোট পান।
বছর শেষে সম্মানিত ব্যাক্তি নির্বাচিত করার এই প্রক্রিয়াটি আমেরিকায় বহু পুরনো ঐতিহ্য। ১৯৪৬ সাল থেকেই জরিপ সংস্থা ‘গ্যালাপ’ আমেরিকানদের বছরের সবচেয়ে সম্মানিত ব্যাক্তিটি কে জিজ্ঞেস করে। উত্তরে আমেরিকানরা পৃথিবীর যে কাউকে বেছে নিতে পারেন।
টানা ৯ বার সবচেয়ে সম্মানিত হলেও, এই সংখ্যার দিক থেকে ওবামা দ্বিতীয়। কারণ দেশটি সাবেক প্রেসিডেন্ট অ্যাইজেনাওয়ার ১২ বার এই সম্মানে ভূষিত হয়েছেন।
জরিপে নারীদের মধ্যে সবচেয়ে সম্মানিত হিলারি ক্লিনটন। টানা ১৫ বছর ধরে তিনি এই স্থানটি দখল করে আছেন এবং ২১ বার তিনি প্রথম স্থান দখল করেছেন। এবার নারীদের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন মিশেল ওবামা। তারপরই পর্যায়ক্রমে আছেন- জার্মান চ্যান্সেলর এঞ্জেলা ম্যার্কেল, ওপরাহ্ উইনফ্রে এবং এলিন ডি’জেনার্স।
দ্য হিল