শ্যামনগরের নওয়াবেঁকীতে বিনামূল্যে ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত

ক্রাইমবার্তা রিপোট: শ্যামনগর ব্যুরোঃ শ্যামনগরের  নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশনের‘সমৃদ্ধি কর্মসূচি’র স্বাস্থ্য সেবা কার্যক্রমের আওতায় বিশেষায়িত স্বাস্থ্য ক্যাম্প ডায়াবেটিস অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ ডিসেম্বর সমৃদ্ধি কর্মসূচির এসআইএস হাবিবুর রহমানের সঞ্চালনায় আটুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান মোঃ আবু সালেহ বাবু। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এইচ, এম, মামুনুর রশিদ ইউনিয়ন সমন্বয়কারী সমৃদ্ধি কর্মসূচি। ডাঃ রায়হান আতিকুল্লাহ, ডাঃ সাইজুল ইসলাম, ডাঃ শাহিদা, সমৃদ্ধি কর্মসূচি এবং ডাঃ মোঃতানভীর আহমদ এমবিবিএস, ডিটিসিডি(চেষ্টমেডিসিন) 18সিসিডি(বারডেম),এফসিপিএস(আমেরিকা)নিউরো মেডিসিন, ঢাকা পি,জি, হাসপাতাল। প্রধানঅতিথি তার বক্তব্যে বলেন, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় আটুলিয়া ইউনিয়নে চলমান সমৃদ্ধি কর্মসূচি একটি ব্যতিক্রমী কার্যক্রম। এলাকার চিকিৎসা বঞ্চিত দরিদ্র মানুষের জন্য এ ধরনের চিকিৎসা সেবা খুবই ইতিবাচক ফল বয়ে আনে। বর্তমান সময়ে ডায়াবেটিস একটি নিরব ঘাতকের ভুমিকায় অবতীর্ন হয়েছে। ২০৫ জন রোগি ক্যাম্পের মাধ্যমে সেবা পেয়ে উপকৃত হল। ক্যাম্পের মাধ্যমে ২০৫        জন ডায়াবেটিস রোগি কে বিভিন্নধরনের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ক্যাম্পে আগত রোগিগন সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য সেবী, ডাক্তার, কর্মকর্তাদের আন্তরিক সেবায় সন্তুষ্টি প্রকাশ করেন।

Check Also

সাতক্ষীরায় মাছ ধরাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা সাতক্ষীরার কলারোয়ায় মাছ ধরাকে কেন্দ্র করে আপন চার ভাইয়ের মধ্যে সংঘর্ষে ছোট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।