ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে-তেও পরাজিত হয়েছে বাংলাদেশ। আর এ জয়ের ফলে ওয়ানডে সিরিজটিও জিতে নিলো স্বাগতিকরা।
নেলসনে টসে জিতে স্বাগতিকদের প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল বাংলাদেশ। নেইল ব্রুমের অপরাজিত ১০৯ রানের বিনিময়ে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় নির্ধারিত ৫০ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ২৫১।
বাংলাদেশ দলের হয়ে অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা নেন ৩টি উইকেট। এছাড়া তাসকিন আহমেদ ও সাকিব আল হাসান নেন ২টি করে উইকেট। অভিষেক ম্যাচে শুভাশিষ পান ১টি উইকেট এবং মোসাদ্দে হোসেন পান ১টি উইকেট।
পরে ২৫২ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ওপেনিং জুটির তামিম ইকবাল ১৬ রানে আউট হলেও শক্ত হয়ে দাঁড়িয়ে থাকেন ইমরুল কায়েস। তিনি সাজঘরে ফিরেন ৫৯ রান করে। এছাড়া সাব্বির রহমান দলের দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান করেন।
৪২.৪ ওভারে গুটিয়ে যায় বাংলাদেশ দলের ইনিংস। আর এ জয়ে সিরিজ চলে যায় নিউজিল্যান্ডের ঘরে। প্রথম ওয়ানডেতে তারা জয় পেয়েছিল ৭৭ রানে আর দ্বিতীয়টিতে আজ জয় ৬৭ রানে।
নিউজিল্যান্ডের হয়ে ৩টি উইকেট পান ক্যান উইলিয়ামসন, ২টি করে পান বোল্ট ও সাউদি। এবং ১টি করে পান ফার্গুসন ও সান্টনার।
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে ৩১ ডিসেম্বর বাংলাদেশ সময় ভোর ৪টায়।