কুমিল্লায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

ক্রাইমবার্তা রিপোট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রামে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন।

আজ বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে উপজেলার পদুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।কুমিল্লায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ নিহতরা হলেন চাঁদপুর জেলার সাচারের সুনীল সাহার ছেলে সোহাগ সাহা (৩২), ঢাকার চকবাজার এলাকার নাজিম উদ্দিনের স্ত্রী কনিকা রহমান (৩৫) এবং অজ্ঞাতপরিচয় এক যুবক যার বয়স আনুমানিক ৩০-৩২ বছর। পুলিশ জানায়, ঢাকা থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মহাসড়কের পদুয়া এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের ঘুমন্ত এক নারীসহ তিন যাত্রী নিহত হন। এ সময় আহত হন আরো অন্তত ১০ যাত্রী। ট্রাকটি মহাসড়কের পদুয়া মোড়ের ফিলিং স্টেশন থেকে গ্যাস ভরে বের হচ্ছিল।

চৌদ্দগ্রাম থানার ওসি আবু ফয়সাল জানান, দুঘর্টনাকবলিত বাস-ট্রাক জব্দ করা হয়েছে। সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন ও হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ থানায় নেওয়া হয়েছে। এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।

Check Also

ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত : ডা. শফিকুর রহমান

ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।