২০ লাখ টাকা যৌতুক দাবি করায় গ্রেপ্তার ব্যাংক কর্মকর্তা

ক্রাইমবার্তা রিপোট:২০ লাখ টাকা যৌতুক না পেয়ে স্ত্রীকে নির্মম নির্যাতনের অভিযোগ এক ব্যাংক কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।

তার নাম শফিউল আলম তুষার(৩৪)। সে সিটি ব্যাংকের জেনারেল এডমিন শাখার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার।13

বৃহস্পতিবার সকালে রাজধানীর পল্লবী থেকে তাকে আটক করা হয়।

যৌতুক নিরোধক আইনের ৪ ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আটক করা হয় তুষারকে। মামলার বাদী তুষারের স্ত্রী মাহমুদা আক্তার দীপা। তিনি একটি বহুজাতিক সংস্থায় কর্মরত এবং সাভারের ডেন্ডাবর এলাকার মোহাম্মদ হোসেনের মেয়ে।

মামলার অভিযোগ বলা হয়, গত বছরের ২৭ আগষ্ট রাজধানীর পল্লবী এলাকার বাসিন্দা নূর আলমগীরের ছেলে শফিউল আলম তুষারের সাথে তার বিয়ে হয়। বিয়েতে দেনমোহর ১২ লাখ টাকা ধার্য করা হয়। তারমধ্যে ১০ লাখ টাকা উসুল দেখালো হলেও বাস্তবে তিনি মোহরানার কোন অর্থ বা সম্পদ পাননি।

অভিযোগে বলা হয়, বিয়ের রাতেই কনের বাবার কাছে বরের বাবা ২০ লাখ টাকা যৌতুক দাবি করে। অন্যথায় তারা বউকে ঘরে তুলবে না বলেও সাফ জানিয়ে দেয়।

পরে স্ত্রীর মর্যাদা নিয়ে সে স্বামীর বাড়িতে উপস্থিত হলে তাকে নির্মম নির্যাতন করা হয় বলেও অভিযোগ করা হয় আর্জিতে।

এ মামলায় তুষারের বাবা, মা, ছোট ভাই ও তার স্ত্রীকেও আসামি করা হয়।

মাহমুদা আক্তার জানান, একটি প্রতিষ্ঠিত বহুজাতিক প্রতিষ্ঠানে চাকরি করা সত্বেও তিনি যৌতুকের দাবিতে নির্যাতনের শিকার হয়েছেন। বাধ্য হয়েই তিনি মামলাটি দায়ের করেছেন।

অন্যদিকে তুষারের বাবা নূর আলমগীর জানান, দাম্পত্য জীবনের কলহ আর বনিবনা না হওয়াতেই তাদের পরিবারের সন্মানহানী ও হয়রানির জন্যে যৌতুকের দাবি তুলে মিথ্যে মামলাটি করা হয়েছে।

Check Also

যশোরে মধুমেলার জায়গা বরাদ্দ নিয়ে বিএনপির দুগ্রুপের হাতাহাতি

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত’র ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী ‘মধুমেলা’র জায়গা ও ইভেন্ট বরাদ্দের উন্মুক্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।