ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক: প্রতারণার মামলা হয়েছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পপির বিরুদ্ধে। আর এ মামলা করেছেন ‘দি আমেরিকান ড্রিম’ ছবির পরিচালক-প্রযোজক জসীম উদ্দিন। গত ২২শে ডিসেম্বর ঢাকা মহানগর মুখ্য আদালতে (সিএমএম) মামলাটি (নম্বর-৩৪৪/১৬) করেছেন সিন-সিনারি প্রোডাকশনের জেনারেল ম্যানেজার হাবিবুর রহমান ভূঁইয়া। জানা যায়, পরিচালক জসীম উদ্দিন বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় তার পক্ষে ৪০৬/৪২০ ধারায় মামলাটি করেছেন হাবিবুর রহমান। পরিচালনার পাশাপাশি ছবিটি
প্রযোজনাও করছেন জসীম। মামলার এজাহারে বলা হয়েছে, চিত্রনায়িকা পপি ‘দি আমেরিকান ড্রিম’ ছবিতে অভিনয়ের জন্য ২০১৫ সালের ১লা অক্টোবর চুক্তিবদ্ধ হয়ে দু’লাখ টাকা সম্মানী গ্রহণ করেন। কিন্তু ছবির শুটিংয়ের জন্য সময় চেয়ে তার সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও সময় দেননি তিনি। এমনকি নিজেও যোগাযোগ করেননি। সম্মানীর অর্থ ফেরত চেয়ে তাকে আইনি নোটিশ পাঠানো হলেও তা দিতে তিনি অস্বীকৃতি জানান। জসীম উদ্দিনের পক্ষ থেকে জানানো হয়েছে, পপি শুটিংয়ে অংশ না নিয়ে এবং সম্মানীর টাকা ফেরত না দিয়ে প্রতারণা করেছেন। তাই তার বিরুদ্ধে এ মামলা করা হয়েছে। মামলার সিনিয়র আইনজীবী গোলাম সাবের চৌধুরী বলেন, ঢাকার মহানগর ১১ নম্বর আদালতে পপির বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিচারক আগামী ১লা ফেব্রুয়ারি আসামি হাজিরের জন্য দিন রেখেছেন। এ মামলায় তিন আইনজীবীর মধ্যে আরেকজন হলেন উম্মে হাবিবা। তবে এ বিষয়ে মন্তব্য জানতে পপির মুঠোফোনে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।