ক্রাইমবার্তা রিপোট: ফিরোজ হেসেন ঃ জেলায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ পরিবারকে জীবিকা উন্নয়নের লক্ষে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বিকালে ধুলিহর ইউনিয়ন পরিষদে ইউরোপীয়ান ইউনিয়নের আর্থিক সহযোগীতায় এসিএফ ইন্টারন্যাশনাল এর সহায়তায় সুশীলন সাতক্ষীরা উদ্যোগে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।অনুষ্ঠানে ধুলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান (বাবু ):র সভাপতিত্বে অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর হোসেন (সজল)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রোকনুজ্জামান, সুশীলন সিনিয়র প্রোগ্রাম অফিসার, জি এম মনিরুজ্জামান। এসময় প্রধান অতিথি ৬০১ জনের মাঝে মাতা প্রতি ১৮হাজার টাকা মোবাইল ব্যাংক বিকাশের মাধ্যমে তুলে দেন। অনূষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,৬০১ জন উপকার ভোগীর পারিবারিক ও আর্থিক অবস্থার উন্নয়নের জন্য নিষ্ঠার সাথে সকল আয়বর্ধন মুলক কাজ করার আনুরোধ জানান এবং সাতক্ষীরা সদর উপজেলাকে ভিক্ষুক মুক্ত করার জন্য সকলের সহযোগীতা প্রত্যাশা করেন। অতিথি আরও বলেন ইউনিয়নে যে সকল দরিদ্র পরিবার এই প্রকল্পের আওতায় তাদের প্রত্যেক পরিবারকে বসতভিটায় সবজি চাষ, জলাশয়ে মাছ চাষ এবং পরিবার প্রতি হাস ও কবুতর পালনের জন্য পরামর্শ এবং অনুরোধ করেন।
Check Also
সাতক্ষীরায় লটারীতে টিকে থাকা ৭১ শিক্ষার্থীকে ভর্তির সুযোগের দাবিতে অভিভাবকদের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা প্রতিনিধি ভর্তির লটারীতে টিকে থাকার পরও শুধুমাত্র বয়সের অজুহাতে সাতক্ষীরা সরকারি বালক ও বালিকা …