পকেট নেতার রাজনীতি বিএনপিকে বন্ধ করতে হবে : নোমান

ক্রাইমবার্তা রিপোট:পকেট নেতার রাজনীতি বন্ধ করতে বিএনপিকে পরামর্শ দিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।19

শুক্রবার দুপুরে নয়াপল্টন ভাসানী মিলনায়তনে রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্ট’স এসোসিয়েশন আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ পরামর্শ দেন।

নোমান বলেন, কেউ যদি বুঝতে পারনে, আব্দুল্লাহ আল নোমানের মাধ্যমে সে কিছু ‘নেতা’ হতে পারবেন তাহলে সেই ব্যক্তি আমার পিছু পিছু ঘুরবেন। অর্থ্যাৎ ওই ব্যক্তি আমার পকেটের মধ্যে থাকবে। এই পকেট রাজনীতি বিএনপিকে বন্ধ করতে হবে। কারণ কোন ব্যক্তির উপর নির্ভর করে নেতা হলে সেটা ফলপ্রসূ হয় না।

‘রক্ত ঝরা মতিহার, ২২ ডিসেম্বর’ ৮৪ স্মরণে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রিজভী আহমেদ’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।

বিএনপির উপর ক্ষোভ প্রকাশ করে আব্দুল্লাহ আল নোমান বলেন, বিগত দিনে নেতাকর্মীদের কর্মের মধ্যে দিয়ে মূল্যায়ন করা হতো। যার ফলে নোমানকে প্রয়োজন ছিল না। কিন্তু এখন সেটা হয় না। যার ফলে আমাদের মূল্যবোধের অবক্ষয় হচ্ছে। এছাড়া আমরাও ত্যাগীদের মূল্যায়ন করতে পারছি না। ফলে ত্যাগীরা মূল্যায়িত হচ্ছে না।

নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমাদের দূর্বলতা হচ্ছে, ‘আপসকামীতা’। তাই আমাদের মূল্য লক্ষ্য, আমরা পৌঁছাতে পারছি না। আর এই আপসকামীতার কারণেই আমাদের ত্যাগ ও সংগ্রামগুলো শেষ হয়ে গেছে। সুতরাং আপসকামীতার গলি থেকে বের হয়ে আসতে হবে।

এসময় তিনি ভোট ও আন্দোলনের মধ্যে দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

বিএনপির এ নেতা বলেন, রিজভীকে আমরা জানি তার কর্মের মধ্যে দিয়ে। আর ত্যাগের মধ্যে দিয়েই তিনি রাজনীতিতে আজ এখানে এসেছেন। তাই তাকে ‘রুহুর কবির রিজভী’ আমরা স্মরণ করছি। সেকারণে রিজভীকে ধন্যবাদ।

আয়োজক সংগঠনের সভাপতি অধ্যক্ষ বাহাউদ্দিন বাহারের সভাপতিত্বে এতে বিএনপি নেতা আনোয়ার হোসেন, তাইফুল ইসলাম টিপু, অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ বক্তব্যে রাখেন।

Check Also

ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত : ডা. শফিকুর রহমান

ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।