ক্রাইমবার্তা রিপোট: সাতক্ষীরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক ও ইবতেদায়ী সমপনী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। সাতক্ষীরা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় (জেএসসি) পরীক্ষায় ২৬২ জন অংশ গ্রহণ করে অ+ ১৬৭, অ ৮৩, অ- ৭, ই ৩, ঈ ১, ও (পিএসসি) পরীক্ষায় ২৪৬ জন অংশ গ্রহণ করে অ+ ১৬৭, অ ৭২, অ- ৬, ই ১, জন। পাশের হার শতভাগ। সরকারী উচ্চ বালক বিদ্যালয় (জেএসসি) ২৫১ জন অংশ গ্রহণ করে অ+ ১৪৩, অ ৯৪, অ- ৮, ই ৪, ঈ ১ ও (পিএসসি) ২৬০ জন অংশ গ্রহন অ+ ২০৬, অ ৪০, অ- ১৩, ঈ ১ জন। পাশের হার শতভাগ। সাতক্ষীরা পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয় (জেএসসি) পরীক্ষার্থী ৯৯ জন অ+ ৩৫, অ ৬০, অ- ৩, ই ১, জন এবং (পিএসসি) পরীক্ষার্থী ৬২ জন অ+ ৩২, অ ২১, অ- ৬, ই ৩, জন। পাশের হার শতভাগ। পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয় অ+ ১, অ ২৫, অ- ১৫, জন পাশ শতভাগ। ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষার্থী ১০৪ জন, অ+ ১৭, অ ৬২, অ- ১৪, ই ৫, ঈ ৬ জন। পাশ শতভাগ। আলিপুর মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষার্থী ১৬৭ জন অ+ ২২, অ ৩০, ই ১৩, ঈ ৬ জন। পাশ শতভাগ। সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা (জেডিসি) পরীক্ষার্থী ৫২ জন অ+ ১০, অ ৩৫, অ- ৭, ও ইবতেদায়ী সমপনী পরীক্ষার্থী ৫৪ পাশের হার শতভাগ। বকচরা আহমাদিয়া দাখিল মাদ্রাসা (জেডিসি) পরীক্ষার্থী ৭৮ জন অ+ ৩, অ ৪৮, অ- ২১, ই ৬, জন এবং ইবতেদায়ী ৪১ জন। পাশের হার শতভাগ। আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা (জেডিসি) পরীক্ষার্থী ৩৪ জন, অ+ ২, অ ১৯, অ- ৬, ই ৪, ঈ ৩ জন পাশের হার শতভাগ। খানপুর ছিদ্দিকীয়া সিনিয়র মাদ্রাসা জেডিসি পরীক্ষার্থী ৫৩ জন, অ+ ১, অ ৩৫, অ- ১৭, ও ইবতেদায়ী সমপনী ২২ জন, অ+ ১, অ ৪, অ- ৪, ই ১১, ঈ ২ জন পাশের হার শতভাগ। পরানদহা আমিনিয়া মহিলা দাখিল মাদ্রাসা (জেডিসি) পরীক্ষার্থী ৩০ জন অ+ ১, অ ২১, অ- ৫, ঋ ৩, জন। রাজনগর ইসলামীয়া দাখিল মাদ্রাসা (জেডিসি) পরীক্ষার্থী ৫৫ এবং ইবতেদায়ী ১০ জন পাশের হার শতভাগ।
Check Also
সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ডের উদ্যোগে সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামি সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ড (রাজারবাগান ও সরকারপাড়া ইউনিট) এর উদ্যোগে …