ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:ভারতের জনপ্রিয় ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া ২০১৬ সালে টি২০ ক্রিকেটে খেলোয়াড়দের পারফরম্যান্সের ভিত্তিতে বর্ষসেরা টি২০ দল ঘোষণা করেছে। দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের দুই পেসার।
তারা হলেন মোস্তাফিজুর রহমান এবং আল আমিন হোসেন। এছাড়া দ্বাদশ খেলোয়াড় হিসেবে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
টি২০ দলের নেতৃত্বে রয়েছেন ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি।
চলতি বছর ৮ টি২০তে ১৬ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান। অন্যদিকে ১৪ ম্যাচে আল আমিন নিয়েছেন ২২ উইকেট। দ্বাদশ ক্রিকেটার সাকিব ১৬ টি২০তে ২৬০ রান ও ৭.৪০ ইকোনমিতে ২০ উইকেট নিয়েছেন।
একাদশে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ভারত, আফগানিস্তান, ইংল্যান্ড ও বাংলাদেশের ক্রিকেটাররা জায়গা পেয়েছেন। তবে জায়গা হয়নি অস্ট্রেলিয়া, শ্রীলংকা ও পাকিস্তানের কোনো ক্রিকেটারের।
বর্ষসেরা টি২০ একাদশ (ব্যাটিং অর্ডার অনুসারে): মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড), মোহাম্মদ শাহজাদ (আফগানিস্তান), বিরাট কোহলি (ভারত), জো রুট (ইংল্যান্ড), জস বাটলার (ইংল্যান্ড), আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), স্যামুয়েল বাদ্রি (ওয়েস্ট ইন্ডিজ), মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড), মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ), জাসপ্রিত বুমরাহ (ভারত) ও আল-আমিন হোসেন (বাংলাদেশ)।
দ্বাদশ ক্রিকেটার: সাকিব আল হাসান (বাংলাদেশ)।