এক সেকেন্ড দেরিতে শুরু হবে নতুন বছর

ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক : আজ ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট ৫৯ সেকেন্ডে ২০১৬ সাল শেষে নতুন বছরের ঘড়ির কাঁটা গণনা শুরু হওয়ার কথা। কিন্তু নতুন বছর শুরু হবে ১ সেকেন্ড দেরিতে।

এক সেকেন্ড দেরিতে শুরু হবে নতুন বছর

২০১৬ সালের শেষে এবং ২০১৭ সালের শুরুতে ‘লিপ সেকেন্ড’ হবে এবার। পৃথিবীর ঘূর্ণনগতি মুহূর্তসম কম হওয়ায় তা পুষিয়ে নিয়ে নতুন বছরে নিখুঁত সময় গণনায় এক সেকেন্ড দেরিতে শুরু হবে নতুন বছর। লিপ সেকেন্ডের কারণে ২০১৬ সাল শেষ হবে যখন ঘড়ির কাঁটা রাত ১১টা ৫৯ মিনিট ৬০ সেকেন্ডে স্থির হবে। ২০১৫ সালের জুন মাসে সবশেষ ‘লিপ সেকেন্ড’ হয় এবং এ পর্যন্ত ২৭ বার এ ঘটনা ঘটল। আনবিক ঘড়ির তুলনায় আদর্শ সময় গণনায় এক সেকেন্ডের পার্থক্য হওয়ায় এ পরিবর্তন করা হচ্ছে। যুক্তরাজ্যের সময় গণনায় দায়িত্বে নিয়োজিত দি ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি (এনপিএল) আদর্শ সময় নির্ধারণে আনবিক ঘড়ি ব্যবহার করে থাকে। পৃথিবীর ঘূর্ণনে সময় বেশি-কম হলে লিপ সেকেন্ড দিয়ে তা পূরণ করা হয়।

Check Also

আ.লীগের পুনর্বাসন রুখে দিতে তৈরি হাসনাত-সারজিসরা

আওয়ামী লীগের পুনর্বাসন রুখে দেওয়ার আভাস পাওয়া গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বক্তব্যে। জুলাই শহীদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।