ভারতকে টপকে গ্রুপ সেরা সাবিনার দল

ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:ভারতকে টপকে গ্রুপ চ্যাম্পিয়ন! এই কাজটি আগে করতে পারেনি বাংলাদেশের কোনো ফুটবল দল। এবার সাফ মহিলা ফুটবলে সেটাই করে দেখিয়েছে সাবিনা খাতুনরা। .

আজ শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে বাংলাদেশ ৬-০ গোলে হারিয়েছিল আফগানিস্তানকে। ভারত তাদের প্রথম ম্যাচে ৫-১ গোলে হারায় আফগানিস্তান। তাই আজ গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের প্রয়োজন ছিল ড্র। সেই ড্র-টাই তারা তুলে নিয়েছে রক্ষণাত্মক খেলে।
এই ড্রয়ে সেমিফাইনালে বাংলাদেশ তুলনামূলক সহজ প্রতিপক্ষ মালদ্বীপকে পেয়েছে। ম্যাচটি হবে ২ জানুয়ারি। আজ ভারতের কাছে হারলে শেষ চারে বাংলাদেশের সামনে পড়ত শক্তিশালী নেপাল।

Check Also

সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে আন্ত:থানা ক্রিকেট টুর্নামেন্ট।

স্টাফ রিপোটার: ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের ৫৪ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।