ক্রাইমবার্তা রিপোট:বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্র সমাবেশে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ রোববার বিকেল সোয়া ৪টার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এসে উপস্থিত হন সাবেক এ প্রধানমন্ত্রী। এ সময় ছাত্রদলের নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশস্থল। সমাবেশে খালেদা জিয়া প্রধান অতিথির বক্তব্য দেবেন।
এর আগে গত ১৮ নভেম্বর রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে সব শেষ বক্তব্য রাখেন খালেদা জিয়া। এ সময় নতুন নির্বাচন গঠন নিয়ে দলের পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরেন তিনি। প্রায় দেড় মাস পর আজ ছাত্রদলের সমাবেশে বক্তব্য রাখবেন তিনি।
‘শিক্ষা, ঐক্য, প্রগতি’ স্লোগান নিয়ে বিএনপির ছাত্রসংগঠন হিসেবে ১৯৭৯ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত হয় জাতীয়তাবাদী ছাত্রদল।