অহংকারী বুবলির প্রেমিক ড্রাইভার শাকিব

ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক: শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত এ সিনেমায় শাকিব খান-বুবলির সঙ্গে থাকছে নতুন একজন চিত্রনায়িকা। তবে কে থাকবেন তা এখনো ঠিক হয়নি বলে  জানিয়েছেন পরিচালক।

শাকিব খান, শবনম বুবলি

এ প্রসঙ্গে শাহাদাৎ হোসেন লিটন  বলেন, ‘‘অহংকার’ সিনেমার জন্য নতুন একজন নায়িকা খুঁজছি। এছাড়া এ সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন বুবলি। আগামী ১০ জানুয়ারি থেকে বিএফডিসিতে এ সিনেমার শুটিং শুরু করব। ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে প্রথম লটের শুটিং।’’ সিনেমার গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘‘অহংকার’ সিনেমার গল্প এখনই বলতে চাচ্ছি না। এ সিনেমায় শাকিব খানকে একজন টেক্সি ড্রাইভারের চরিত্রে দেখা যাবে। অন্য দিকে বুবলিকে একজন অহংকারী মেয়ের চরিত্রে দেখা যাবে।’’অহংকার সিনেমার চিত্রনাট্য লিখেছেন পরিচালক শাহাদাৎ হোসেন লিটন। এতে মোট পাঁচটি গান থাকবে।

 

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।