ক্রাইমবার্তা রিপোট: দুর্বৃত্তদের গুলিতে নিহত গাইবান্ধা-১ আসনের (সুন্দরগঞ্জ) এমপি মনজুরুল ইসলাম লিটনের দাফন সম্পন্ন হয়েছে। আজ সোমবার বিকালে সুন্দরগঞ্জের বামনডাঙ্গা ইউনিয়নের সাহাবাজ গ্রামের পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।
দাফনের আগে বিকেলে ৪টা ৮মিনিটে লিটনের নিজ বাড়ির উঠানে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে রোববার দুপুরে রংপুর পুলিশ লাইন্স স্কুল মাঠে এমপি লিটনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার লাশ হেলিকপ্টারে করে ঢাকায় নেয়া হয়। সেখানে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সকাল ১০টায় লিটনের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা শেষে বেলা ১টার দিকে তার লাশ সুন্দরগঞ্জে এসে পৌঁছায়।
উল্লেখ্য, শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাহাবাজ (মাস্টারপাড়া) গ্রামে এমপি লিটনকে বাড়িতে ঢুকে গুলি করে দুর্বৃত্তরা। পরে রাত সাড়ে ৭টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।