নতুন বছরের প্রথম ম্যাচে জয় চায় বাংলাদেশ

ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর এবার এবার টি-২০ সিরিজ শুর করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তাই নতুন বছরে ভিন্ন ফরম্যাট দিয়ে আবারো নতুনভাবে শুরুর লক্ষ্য টাইগারদের। আগামীকাল শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের টি-২০ সিরিজের মিশন। নেপিয়ারের নতুন টি-২০ ভেন্যু ম্যাকলিন পার্কে বাংলাদেশ সময় বেলা ১২টায় শুরু হবে সিরিজের প্রথম টি-২০ ম্যাচ।

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডেতেই ভালো অবস্থায় থেকেও সাফল্য অর্জন করতে পারেনি বাংলাদেশ। এজন্য দায়টা বেশিই ছিল মিডল ও লোয়ার-অর্ডার ব্যাটসম্যানদের ছন্নছাড়া ব্যাটিং। ফলে ওয়ানডে সিরিজে শুধুমাত্র হারই নয়, হোয়াইট ওয়াশের লজ্জাটাও মুখে মাখতে হয় টাইগারদের।
বছরের শেষটা লজ্জা দিয়ে হলেও, বছরের শুরুটা হাসিমুখেই শুরুর প্রত্যয় বাংলাদেশের। নতুন বছরের প্রথম আন্তর্জাতিক ম্যাচ দিয়ে আবারো নতুনভাবে শুরুর লক্ষ্য টাইগারদের। তবে প্রথম টি-২০ ম্যাচে অনেকটা ওয়ানডে ফরম্যাটেই দলটিই খেলবে। তারপরও বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আশা করছেন, ওয়ানডে সিরিজের ভুলগুলো টি-২০ ফরম্যাটে হবে না। পুরনো সমস্যাগুলোকে শুধরে নিয়ে ব্যাটিং-এ আরও ভালো পারফরমেন্স করবে বাংলাদেশ।
সিরিজের প্রথম ম্যাচের স্কোয়াড শুভাগত হোম ও তাইজুল ইসলামকে অর্ন্তভূক্ত করেছে বাংলাদেশ। এছাড়া স্কোয়াডে আছেন অফ-ফর্মে থাকা ওপেনার সৌম্য সরকার। গেল এক বছর ধরে নিজেকে খুঁেজ বেরাচ্ছেন সৌম্য। গেল মাসে শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লীগেও (বিপিএল) রানের দেখা পাননি তিনি। তবে বিপিএলে ভালো পারফরমেন্স করলেও, নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সুযোগ হয়নি পেসার রুবেল হোসেনের। কিন্তু প্রথম টি-২০ ম্যাচের স্কোয়াডে আছেন রুবেল।
প্রতিপক্ষ হিসেবে নিউজিল্যান্ড অনেক বেশি শক্তিশালী। দলে প্রথমবারের মত সুযোগ পেয়েছেন মারমুখী ব্যাটসম্যান টম ব্রুস। টি-২০ ফরম্যাটের যার স্ট্রাইক রেট ১৫৬। কোরি এন্ডারসন ও কলিন মুনরোর সাথে মিডল-অর্ডারে দায়িত্ব পালন করবেন ব্রুস। তাদের সাথে ব্যাট হাতে ঝড় তুলোর অপেক্ষায় আছেন বেন ওয়েলার ও নিল ব্রুম। প্রথম দিকে ঘোষিত টি-২০ স্কোয়াডে না থাকলেও, মার্টিন গাপটিলের ইনজুরি দলে সুযোগ করে দিয়েছেন নিল ব্রুমের। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে যার স্কোর ছিলো- ২২, ১০৯* ও ৯৭। তাই টি-২০ সিরিজে ব্রুমের দিকে তাকিয়ে থাকবে নিউজিল্যান্ড।
বাংলাদেশ তাকিয়ে থাকবে দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের দিকে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৮৪ রান ও ৫ উইকেট নেন সাকিব। তবে টি-২০ সিরিজে ভালো করার ব্যাপারে আশাবাদী সাকিব, ‘ভালো খেলার সামর্থ্য আমাদের আছে। শুরু থেকেই ভালো ক্রিকেট খেলতে হবে। সবাই সবার কাজটা ভালোভাবে করতে পারলেই আমরা জিততে পারবো।’
বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম টি-২০ ম্যাচ অনুষ্টিত হবে নেপিয়ারের ম্যাকলিন পার্কে। নিউজিল্যান্ডের ষষ্ঠ টি-২০ ভেন্যু হিসেবে অভিষেক হবে এই ভেন্যুটির। পঞ্চমবারের মত এই ভেন্যুতে মুখোমুখি হবার আগে সবদিক দিয়ে স্পষ্টভাবেই ফেভারিট নিউজিল্যান্ড। কারণ আগের চারবারই ম্যাচ জয়ের স্বাদ পেয়েছে কিউইরা। ২০১০ সালে হ্যামিল্টনে মুখোমুখি প্রথম টি-২০ ম্যাচে ১০ উইকেটে এবং পরের তিনটিতে ৫৯-১৫-৭৫ রানে জয় পায় নিউজিল্যান্ড। সর্বশেষ গেল বছর মার্চে টি-২০ বিশ্বকাপে সুপার টেনের ম্যাচে জয় পেয়েছিলো কিউইরা।

 

বাংলাদেশ দল(সম্ভাব্য) : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শুভাগত হোম, শুভাশিষ রয়, তাইজুল ইসলাম ও নুরুল হাসান সোহান।

 

নিউজিল্যান্ড দল(সম্ভাব্য) : কেন উইলিয়ামসন (অধিনায়ক), কোরি এন্ডারসন, ট্রেন্ট বোল্ট, টম ব্রুস, কলিন ডি গ্র্যান্ডহোম, নিল ব্রুম, লোকি ফার্গুসন, ম্যাট হেনরি, কলিন মুনরো, জেমস নিশাম, লুক রঞ্চি (উইকেটরক্ষক), মিচেল স্যান্টার, ইশ সোধি ও বেন হুইলার।

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।