ব্রাজিলে বন্দুকধারীর হামলায় নিহত ১১

ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :ব্রাজিলে নববর্ষ উদযাপনকালে এক বন্দুকধারীর হামলায় তার সাবেক স্ত্রী ও 9আট বছর বয়সী ছেলেসহ ১১জন নিহত হয়েছেন। এ সময় বন্দুকধারী নিজেও মাথায় গুলি করে আত্মহত্যা করেন। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩জন। স্থানীয় সময় গতকাল রোববার সন্ধ্যায় দেশটির ক্যাম্পেনিয়াস শহরের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। দেশটির সাও পাওলো রাজ্যের পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে রামিস ডি এরাইউজো (৪৬) নামে এক বন্দুকধারী রাগের মাথায় তার সাবেক স্ত্রী ইসয়্যামারা ফিলিয়ার (৪৬) এবং তাদের ছেলে জোয়াও ভিক্টরকে হত্যা করে। এসময় ছোটাছুটি করতে গিয়ে আরও আটজন নিহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলার সময় বাথরুমে পালিয়ে চারজন প্রাণে বেঁচে যায় বলেও জানিয়েছে পুলিশ।

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।