মাদকাসক্ত প্রেমিকের হাতে দুই সন্তানের জননী খুন

ক্রাইমবার্তা রিপোট:দুই সন্তানের জননী কাজলী বেগমকে তার মাদকাসক্ত প্রেমিক খুন করে পালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার সকালে গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকার মধ্য ভাদার্ত্তী গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্তের নাম সালাউদ্দিন। তিনি একই গ্রামের মৃত শাজাহানের ছেলে। 32

পরিবারের দাবি, সালাউদ্দিন সকালে আল আমিনের বাড়িতে গিয়ে তার স্ত্রী দুই সন্তানের জননী কাজলী বেগমের কাছে মাদক কেনার টাকা চায়। কথামত টাকা দিতে রাজি না হওয়ায় জোরপূর্বক ঘরের ভেতরে ঢুকে ওই গৃহবধুকে অকথ্য ভাষায় গালমন্দ ও বেধড়ক মারধর করে সালাউদ্দিন।

পরে কাজলী মারা গেছে ভেবে হত্যাকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে ঘরের আড়ার সঙ্গে তাকে ঝুলিয়ে রেখে পালিয়ে যান সালাউদ্দিন।

নিহতের শিশু ছেলে দিগন্ত (১১) বলে, ‘সকালে সালাউদ্দিন কাকা মাকে বকছে আর মারছে। পরে মা আমারে ফুফুর বাড়ি থেকে স্কুলের জামা আনতে কয়। স্কুলের কাপড় লইয়া বাড়িতে আইয়া মায়রে ঘরের আড়ে লটকা দেইখ্যা বটি লইয়া কাপড় কাইটা মাটিতে নামাই।’

নিহতের স্বামী আল আমিন অভিযোগ করেন, ‘আমার স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন সালাউদ্দিনের পরকীয়া সম্পর্ক ছিল। সে একজন সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হওয়ায় তার বিরুদ্ধে কোনো কথা বললে রাস্তাঘাটে ধরে আমাকে মারধর করতো।’

এ বিষয়ে কালীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা এসআই আমিনুর রহমান জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।

তিনি বলেন, প্রাথমিক তদন্তে নিহতের গায়ে আঘাতের তেমন কোনো আলামত পাওয়া যায়নি। তবে থুতনির নিচে আঘাতের চিহ্ন রয়েছে।

Check Also

সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত

মামুন হোসেন নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার ( …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।