ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক: ইতিহাস গড়ে প্রথমবারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলো বাংলাদেশের মেয়েরা। আজ সোমবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে ৬-০ গোলে মালদ্বীপকে বিধ্বস্ত করে বাংলাদেশ নারী ফুটবল দল।
সাবিনা-কৃষ্ণারা প্রথমার্ধে ২-০ গোলে এগিয়েছিল। হ্যাটট্রিক করেছেন সিরাত জাহান স্বপ্না। দুই গোল করেছেন অধিনায়ক সাবিনা খাতুন। অন্য গোলটি নার্গিস খাতুনের।
এর আগের তিন আসরের দুটিতে সেমিফাইনালে উঠেও বাংলাদেশকে বিদায় নিতে হয়েছিল নেপালের কাছে হেরে। এবার ভারতকে টপকে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ সেমিফাইনালে পায় অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ মালদ্বীপকে। মাঠেও বাংলাদেশের মেয়েরা প্রমাণ করেছেন মালদ্বীপের চেয়ে কতটা এগিয়ে তারা। এ জয় দিয়ে মালদ্বীপের বিপক্ষে কখনও না হারার রেকর্ড বজায় রাখল বাংলাদেশ। গত সাফে ৩-১ আর এসএ গেমসে ২-০ গোলে মালদ্বীপকে হারিয়েছিল কৃষ্ণারা।
আগামী বুধবার সাফের চতুর্থ আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে আয়োজক দেশ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে বিকেলে প্রথম সেমিফাইনালে নেপালের মেয়েদের ৩-১ গোলে হারিয়ে টানা চতুর্থবারের মতো ফাইনালে ওঠে ভারত।
গ্রুপপর্বে ভারতের সঙ্গে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। ফাইনালে তাই বাংলাদেশের মেয়েদের থেকে ভালো কিছু আশা করাই যায়।