ক্রাইমবার্তা রিপোট: রংপুরের মিঠাপুকুরে কথিত বন্দুকযুদ্ধে পুলিশ হত্যাসহ একাধিক ডাকাতি মামলার আসামী রাহাতের (৩২) মৃত্যু হয়েছে। এসময় দুই পুলিশ সদস্যও আহত হয়।
গতকাল রোববার রাতে ভেলুয়ার ব্রীজ এলাকায় এই বন্দুকযুদ্ধ হয়।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, মিঠাপুকুরে এএসআই আব্দুর রহিম হত্যা মামলাসহ ১০টি ডাকাতি মামলার আসামি বালুয়ামাসিমপুর ইউনিয়নের বুজুরুক সন্তোষপুর গ্রামের মৃত শহিদুল্লাহর পুত্র রাহাত(৩২) গতকাল রোববার দুপুরে গ্রেফতার করা হয়। রাতে নিয়ে তাকে অস্ত্র উদ্ধারের অভিযানে বের হলে ভেলুয়ার ব্রীজ এলাকায় যাওয়া মাত্রই তার সঙ্গীরা পুলিশকে লক্ষ করে গুলি ছোঁড়ে। এতে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এসময় ক্রসফায়ারে রাহাতের মৃত্যু হয়। এসময় এসআই স্বপনসহ একজন কনেস্টবল আহত হয়।
রাহাতের লাশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।