রোহিঙ্গা নির্যাতনের ভিডিও তদন্ত করবে মিয়ানমার

ক্রাইমবার্তা রিপোট: প্রথমবারের মত সোশ্যাল মিডিয়াতে প্রকাশ হওয়া রোহিঙ্গা নির্যাতনের একটি ভিডিওকে আমলে নিয়েছে মিয়ানমারের সরকার। ভিডিওটি ধারণ করেছেন একজন পুলিশ কর্মকর্তা।

এর আগে রোহিঙ্গারা বিভিন্ন সময়ে রাখাইনে তাদের উপর নির্যাতনের চিত্র প্রকাশ করলেও মিয়ানমারের সরকার তা প্রত্যাখ্যান করে আসছিল।22

সম্প্রতি প্রকাশিত ঐ ভিডিওটির প্রেক্ষাপটে পদক্ষেপ নেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

সোশ্যাল মিডিয়াতে পুলিশের ধারণ করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশ কর্মকর্তারা রোহিঙ্গা মুসলমানদের মারধর করছে।

সরকারের দেওয়া এক বিবৃতিতে বিষয়টি স্বীকার করে নিয়ে বলা হয়েছে এই ঘটনা নভেম্বরে রাখাইন রাজ্যের সংঘর্ষের দুইদিন পরেই ঘটেছে।

ওই ঘটনায় একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়। এদিকে মিয়ানমারের দাবি, রাখাইনে নিরাপত্তা বাহিনী আইন মেনেই কাজ করছে।

এর আগে রোহিঙ্গাদের দ্বারা ধারণ করা এই ধরণের মারধরের ভিডিও বিভিন্ন মাধ্যমে আসলেও সেগুলো নকল বলে বাতিল করে দিয়েছিল দেশটির সরকার।

এমনকি গত তিন মাস ধরে ঐ এলাকায় কোন পর্যবেক্ষকের প্রবেশে বাধা রয়েছে।

সূত্র: বিবিসি বাংলা।

Check Also

নতুন বাংলাদেশে সুযোগ দেখছে ইসলামিক চরমপন্থীরাও, বলছে নিউইয়র্ক টাইমস

গেল আগস্টে গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর থেকে বাংলাদেশে ধর্মীয় উগ্রপন্থার উত্থানের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।