‘সৌম্যর মতো ব্যাটসম্যান ক্রিকেটবিশ্বে খুব কমই আছে’

ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক: ফর্মটা ইদানিং ভালো যাচ্ছে না ওপেনার সৌম্য সরকারের। বিপিএলে তার ব্যাট কথা বলেনি। নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে রানে ফেরার ইঙ্গিত দিয়েছিল তার ব্যাট।

কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতেই আবারও বাজেভাবে আউট হলেন সৌম্য। পরের দুই ওয়ানডেতে আর দলে জায়গা হয়নি মারকুটে এ ওপেনারের। 23

গত বছর থেকেই ফর্মে নেই এ বাম-হাতি ব্যাটসম্যান। অথচ ২০১৫ সালটা সৌম্য সরকারের জন্য ছিল স্বপ্নের মতো। মাঠে নামলেই রানের ফোয়ারা ছুটতো তার ব্যাটে।

গত এক বছর হল ফর্মে নেই। তবুও ওয়ানডেতে তার ব্যাটিং গড় ৪০। এছাড়া স্ট্রাইক রেটও একশোর কাছাকাছি। কোনো বাংলাদেশী ক্রিকেটারের একসঙ্গে এমন স্ট্রাইক রেট ও ব্যাটিং গড় নেই। শুধু বাংলাদেশের নয়, এমন স্ট্রাইক রেট ও ব্যাটিং গড় বিশ্বের অন্যদেশগুলোর খুব কম ক্রিকেটারেরই আছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি২০’র স্কোয়াডে ডাক পেয়েছেন সৌম্য সরকার। তাকে দলে রাখার পেছনে ব্যাখ্যাও দিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

হাথুরুসিংহে বলেন, ক্রিকেট বিশ্বের ইতিহাসের দিকে তাকালে দেখা যায় যে, সব ভালো ক্রিকেটারেরই খারাপ সময় আসে। স্টিভেন স্মিথ, জো রুট তাদেরও ফর্ম খারাপ হয়েছে। আবার তারা রানেও ফিরেছে। আমি আশা কারি আজ হোক আর কাল হোক সৌম্য সরকারও রানে ফিরবে।

তিনি বলেন, সৌম্য রান করলে আমরা ম্যাচ জিতি। সে কারণেই তাকে আমরা দলে রেখেছি। তাছাড়া একসঙ্গে ৪০ গড়ে রান এবং একশোর কাছাকাছি স্ট্রাইক রেটওয়ালা ব্যাটসম্যান আমাদের নেই। শুধু বাংলাদেশেরই নয়, বিশ্বের অনেক দেশেই নেই। সৌম্যের মতো ব্যাটসম্যান ক্রিকেটবিশ্বে খুব কমই আছে

প্রসঙ্গত, আগামী ৩ জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি২০ খেলবে বাংলাদেশ। ম্যাচের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। স্কোয়াডে রয়েছেন সৌম্য সরকার।

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।