ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক:তারকা তৈরির কারখানা বলা হয় বলিউডকে। প্রতি বছরই নতুন নতুন অভিনয়শিল্পীর আগমনে সমৃদ্ধ হয় বলিউড। বলিউডে নতুন মুখ কে আসছেন তা নিয়ে বলিউড দর্শকদের বেশ কৌতূহলও থাকে।তাই ২০১৭ সালে বলিউড অভিষেক হতে যাওয়া অভিনয়শিল্পীদের নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।
১. মাহিরা খান : শাহরুখ খানের বিপরীতে ২০১৭ সালের জানুয়ারিতে ‘রইস’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হতে যাচ্ছে পাকিস্তানের সবথেকে দামি অভিনেত্রী মাহিরা খানের।
মাহিরা খান ১৯৮৪ সালে পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করেন। ২০০৬ সালে ভিজে হিসেবে ক্যারিয়ার শুরু করেন মাহিরা। ২০১১ সালে আয়েশা খান পরিচালিত পাকিস্তানি সিনেমা ‘বোল’র মাধ্যমে রুপালি পর্দার অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করেন তিনি।
২. ঝু ঝু : ২০১৭ সালের জুনে সালমান খানের বিপরীতে ‘টিউবলাইট’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হতে যাচ্ছে চীনা অভিনেত্রী ঝু ঝুর।
বলিউডে প্রথমবারের মতো হলেও ঝু ঝু বেশ আগে থেকে চীনের জনপ্রিয় অভিনেত্রীদের একজন। ‘হোয়াট উইম্যান’ ওয়ান্ট শিরোনামের চাইনিজ-হংকং যৌথ প্রযোজনার একটি সিনেমায় প্রথম অভিনয় করেছিলেন ঝু ঝু।
৩.নিধি আগরওয়াল : ২০১৭ সালের জুলাই মাসে মুক্তির অপেক্ষায় থাকা রোমান্টিক-মিউজিক্যাল সিনেমা ‘মুন্না মাইকেল’র মাধ্যমে বলিউডে পা রাখতে যাচ্ছেন রাজস্থানের নিধি আগরওয়াল।
অভিনেত্রী হিসেবেও প্রথমবারের মতো আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি। নিধি আগরওয়াল মূলত একজন নৃত্যশিল্পী। ‘মিস ডিভা ২০১৪’ প্রতিযোগিতার মাধ্যমে তিনি বেশ পরিচিতি পান। ‘মুন্না মাইকেল’ সিনেমায় টাইগার শ্রফের বিপরীতে দেখা যাবে নিধিকে।
৪.সাবা কামার : ২০১৭ সালের মার্চে মুক্তি পেতে যাওয়া ‘হিন্দি মিডিয়াম’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হতে চলেছে পাকিস্তানি অভিনেত্রী সাবা কামারের।
শাকেত চৌধুরী পরিচালিত এই সিনেমাটিতে ইরফান খানের বিপরীতে দেখা যাবে তাকে। ২০১৩ সালে পাকিস্তানি সিনেমা ‘আইনা’র মাধ্যমে সিনেমার অভিনেত্রী হিসেবে অভিষেক হয় সাবা কামারের।
৫. আহান শেঠি : জনপ্রিয় অভিনেতা সুনীল শেঠির ছেলে আহান শেঠির অভিষেক হতে যাচ্ছে ২০১৭ সালে। প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার হাত ধরে অভিষেক হতে যাচ্ছে তার।
তবে এখন পর্যন্ত সিনেমাটির নাম ঘোষণা না করা হলেও জানা গেছে সিনেমাটির জন্য ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন আহান। ২০১৭ সালেই মুক্তি পাবে সিনেমাটি এমনটাই আশা করেছেন সিনেমাটির প্রযোজক।
৬. তারা সুতারিয়া : ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার সিক্যুয়েল ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার-টু’র মাধ্যমে বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে অভিনেত্রী তারা সুতারিয়া’র।
বলিউডে প্রথমবারের মতো কোনো সিনেমায় অভিনয় করলেও এর আগে বেশ কয়েকটি টেলিভিশন প্রোগ্রামের মাধ্যমে নন্দিত হয়েছেন ২১ বছর বয়সি এই অভিনেত্রী।
৭. জানভি কাপুর : ২০১৬ সালের এপ্রিলে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় মারাঠি সিনেমা ‘সাইরাত’ এর বলিউড রিমেকের মাধ্যমে অভিষেক ঘটতে যাচ্ছে বনি কাপুর কন্যা জানভি কাপুরের।
সিনেমাটি নির্মাণ করবেন করণ জোহর।
৮. সারা আলী খান : ‘জিন্দেগি না মেলেগি দোবারা’ খ্যাত পরিচালক জয়া আখতারের হাত ধরে বলিউডে পা রাখতে পারেন সাইফ আলি খানের মেয়ে সারা আলি খান এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
সিনেমাটির নাম ‘গুল্লি বয়’। তবে সিনেমাটি ২০১৭ সালের কোন মাসে মুক্তি পাচ্ছে সে সম্পর্কে কিছু জানা যায়নি।
৯. কানন গিল : সুনীল শিপ্পি পরিচালিত ‘নূর’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে ভারতের অন্যতম জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ান এবং ইউটিবার কানন গিলের।
সিনেমাটিতে সোনাক্ষী সিনহার বিপরীতে ‘সাদ শেগাল’ চরিত্রে অভিনয় করবেন কানন। সিনেমাটি মুক্তি পাবে ২০১৭ সালের ২১ এপ্রিল।
১০. শচীন টেন্ডুলকার : নিজের জীবনের উপর ভিত্তি করে নির্মিত বায়োপিক ‘শচীন : অ্যা বিলিয়ন ড্রিমস’র মাধ্যমে প্রথমবারের মতো অভিনেতা হিসেবে বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের।
সিনেমাটি পরিচালনা করছেন জেমস এরস্কিন। ২০১৭ সালের শেষের দিকে মুক্তি পাবে সিনেমাটি।
১১. আদর জেইন : আদিত্য চোপড়ার হাত ধরে বলিউডে পা রাখতে যাচ্ছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা রাজ কাপুরের নাতি আদর জেইন। হাবীব ফয়সাল পরিচালিত একটি সিনেমার মূল চরিত্রে তাকে দেখা যাবে।
তবে এখন পর্যন্ত সিনেমাটির নাম ঘোষণা করা হয়নি। তবে অভিনয়শিল্পী হিসেবে কাজ করার আগে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন আদর। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমায় করণ জোহরের সহকারী পরিচালক হিসেবে তিনি কাজ করেছেন।
১২. মেহরিন খেড় পিরজাদা : ২০১৭ সালের মার্চে মুক্তি পেতে যাওয়া ‘ফিল্লাউরি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হতে যাচ্ছে তেলেগু অভিনেত্রী মেহরিন খেড় পিরজাদার।
সিনেমাটিতে ‘অনু’ চরিত্রে দেখা যাবে তাকে। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন অনুশকা শর্মা, সুরুজ শর্মাসহ আরো অনেকে। র্যাম্প মডেল হিসেবে বেশ সুনাম রয়েছে এই অভিনেত্রীর। অভিনেত্রী হিসেবে মেহরিনের সর্বপ্রথম অভিষেক হয় ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত তেলেগু সিনেমা ‘কৃষ্ণা গাধী ভিরা প্রেমা গাধী’-এর মাধ্যমে।