ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক : ভারতের হরিয়ানা রাজ্যে গত রোববার এক সমাবেশে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ল্য করে জুতা নিক্ষেপ করেছেন বিক্ষুব্ধ এক ব্যক্তি। সমাবেশে নোট বাতিল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করার সময় তার দিকে জুতা ছুড়ে মারেন ওই ব্যক্তি। জুতাটি ল্যভ্রষ্ট হয়। ঘটনাস্থলে আটক করা হয় ওই ব্যক্তিকে।
কেজরিওয়ালের দাবি, নোট বাতিল করা প্রধানমন্ত্রী মোদির এক ধরনের ষড়যন্ত্র। এর বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
জুতা নিপেকারী ওই ব্যক্তি হরিয়ানার দাদরি জেলার বাসিন্দা। তার নাম বিকাশ (২৬)। তবে জুতা নিপে করার উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার হতে পারেনি পুলিশ। আরবার স্টেট পুলিশ স্টেশনের হাতে তাকে সোপর্দ করা হয়েছে।
জিজ্ঞাসাবাদকালে বিকাশ দাবি করেন, হরিয়ানার স্বার্থের বিরুদ্ধে কথা বলায় কেজরিওয়ালের দিকে জুতা নিপে করেন তিনি। পুলিশ জানিয়েছে, গ্র্যাজুয়েট ও বেকার বিকাশ জিজ্ঞাসাবাদের সময় মানসিক ভারসাম্যহীন ছিলেন। টাইমস অব ইন্ডিয়া।