বৈদ্যুতিক ত্রুটি থেকে ডিসিসি মার্কেটে আগুন: আনিসুল হক

ক্রাইমবার্তা রিপোট:রাজধানীর গুলশান-১ এর ডিসিসি মার্কেটে বৈদ্যুতিক ক্রটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। তিনি বলেছেন, গুলশান-১ ডিসিসি মার্কেটের আগুন কোনো নাশকতা নয়, এটি দুর্ঘটনা।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনের সময় সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা জানান।20

মেয়র বলেন, এখন পর্যন্ত মনে হচ্ছে আগুন ইলেকট্রিসিটি থেকেই লেগেছে। এখানে এতো বেশি ফ্লেমেবল প্রোডাক্ট ছিল যে আগুন দ্রুত ছড়িয়ে গেছে।

আনিসুল হক বলেন, আগুন আগের চেয়ে বেশ নিয়ন্ত্রণে রয়েছে। আগুন লাগার পরপরই সবাই আপ্রাণ চেষ্টা করেছেন যেন তা পাশের এবং সামনের ভবনে না লাগতে পারে। কখন পুরোপুরি নিয়ন্ত্রণ হবে বলা যাচ্ছে না, তবে একটা শৃঙ্খলার মধ্যে সবাই কাজ করছেন।

উল্লেখ্য, রাজধানীর গুলশান-১ নম্বরের ডিসিসি বা ডিএনসিসি মার্কেটে গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে মার্কেটের একাংশ ধসে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট কাজ করছে। তবে এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

Check Also

প্রত্যেকটা অফিসের কেরানি পর্যন্ত ফ্যাসিবাদের দোসর : আসিফ মাহমুদ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।