৬শ’ বছর পুরনো স্বর্ণাক্ষরে লেখা কোরআন মালয়েশিয়ায়

ক্রাইমবার্তা ডেস্ক রিপোট:৬শ’ বছর আগে স্বর্ণাক্ষরে লেখা কোরআন শরীফ এখন মালয়েশিয়ায়। চীনের মিং (ডাইনেষ্টি) সম্প্রদায়ের অধীনে থাকা স্বর্ণাক্ষরে লেখা পবিত্র কোরআন শরীফটি এখন মালয়েশিয়ার নাগরিক হামিদী হাজী মোহাম্মদ দাহলানের কাছে।

টানা এক মাস খোঁজার পরে সাক্ষাৎ মিললো দাহলানের। মঙ্গলবার মালয়েশিয়ান নাগরিক মোহাম্মদ আলী বিন আব্দুল ওয়াহিদ ও প্রবাসী বাংলাদেশী ডা: মিজানুর রহমানকে সঙ্গে নিয়ে এ প্রতিবেদক ছুটে যান দাহলানের কাছে।

দাহলান জানান, ২০০৫ সালে মৃত্যুর দুইদিন আগে কুটা এডম নামের এক চীনা নাগরিক হাতের লেখা এ কোরআন শরীফখানা তাকে উপহার দেন।

দাহলান পরে এটি নিয়ে যান ইউকেএম ইউনিভার্সিটির গবেষনাগারে। ইউনিভার্সিটির গবেষকরা অনেক পরীক্ষা- নিরীক্ষার পর কোরআন শরীফের হাদিয়া নির্ধারণ করেন দেড় মিলিয়ন ইউএস ডলার।

ওই দিনই এ কোরআন শরীফ নিয়ে দেশটির টিভি তিগাতে একটি সচিত্র প্রতিবেদন প্রচার করা হয়। যা ইউটিউবে ( Al-Quran Emas / Gold Plated Quran ) ক্লিক করলেই লিংটি দেখা যাবে।
হামিদী হাজী মোহাম্মদ দাহলান আবেগাপ্লুত হয়ে বলেন, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আমি এক নগন্য ব্যক্তি, আমি যেন শেষ দিন পর্যন্ত আল্লার কালাম পবিত্র কোরআন শরীফটি যথাযথভাবে হেফাজত করতে পারি। আমার আর কোন চাওয়া- পাওয়া নেই।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।