ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক: সাইমন-আইরিন জুটির ‘মায়াবিনী’ ছবির গান প্রকাশ্যে এলো। কী করে বোঝাই তোকে, কত ভালোবাসি যে, খোদা জানে মন জানে, কতো ভালোবাসি যে… বেহিসেবি তুমি আমি, বেসামাল ভালোবাসা…’’শিরোনামে গানটি লিখেছেন এবং সুর-সংগীত করেছেন শাহারিয়ার রাফাত। রোমান্টিক ধাঁচ অবলম্বন করে নির্মিত এই গানে নায়ক-নায়িকার উপস্থিতিতে নতুনত্ব ছিল। গানে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন শিল্পী শাহারিয়ার রাফাত এবং রুকু। ‘মায়াবিনী’ ছবিটি পরিচালনা করছেন আকাশ আচার্য্য। গত নভেম্বরের মাঝমাঝি সময়ে ছবিটি সেন্সর ছাড়পত্র লাভ করে। আগামী ফেব্রুয়ারি মাসে ‘মায়াবিনী’ মুক্তি দেয়া হবে। ‘মায়াবিনী’ ছবিতে সাইমন-আইরিন ছাড়াও অন্যান্যদের মধ্যে অভিনয় করেছেন কাজী হায়াত, অমিত হাসান, সিবা শানু।
Check Also
‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’
টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …