ড. ইউনূসকে স্বর্ণপদক দিলেন মোদি

ক্রাইমবার্তা রিপোট: নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে হাত মেলাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে অবদানের জন্য শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে স্বর্ণপদকে ভূষিত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

গতকাল মঙ্গলবার ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের তিরুপতিতে অনুষ্ঠিত ১০৪তম ভারতী বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে ড. ইউনূসকে এ পদকে ভূষিত করা হয়।

আজ বুধবার ঢাকায় ইউনূস সেন্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল ভারতের তিরুপতিতে অনুষ্ঠিত ১০৪তম বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে কয়েজকজন নোবেলজয়ীকে ডাকা হয়। এঁদের মধ্যে ড. ইউনূসও ছিলেন। সেই অনুষ্ঠানে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ড. ইউনূসকে স্বর্ণপদকে ভূষিত করেন নরেন্দ্র মোদি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন অন্ধ্রপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্র বাবু নাইডুসহ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী ও ভারতের প্রখ্যাত বিজ্ঞানীরা। পাঁচদিনব্যাপী এই বিজ্ঞান কংগ্রেসে ভারতের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের অনেকেই সমবেত হয়েছেন।

Check Also

সন্ধ্যায় আবারো সড়ক অবরোধ তিতুমীর শিক্ষার্থীদের

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তরে কমিশন গঠনের সিদ্ধান্ত প্রকাশ না করায় আবারো সড়ক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।