ক্রাইমবার্তা রিপোট:আকবর হোসেন,তালাঃ তালা উপজেলায় বুধবার ভোর রাত ৩ টার দিকে উপজেলার নেহালপুর গ্রামে ট্রাক উল্টে ২ জন নিহত ও ১ জন আহত হয়েছে । নিহতরা হলেন পাবনা জেলার আমিনপুর মহেষখোলা গ্রামের এক্সাভেটর ড্রাইভার মোঃ রওশন (২৫) এবং চট্রগ্রাম জেলার পটিয়া থানার ট্রাক চালক মোঃ আজিজ (৩০) এবং আহত হয়েছে পাবনা জেলার জসীম মৃধা(৩০)। বর্তমান তিনি তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
ঘাতক ট্রাকে থাকা হাতিয়া নোয়াখালীর কামাল উদ্দিনের পুত্র মোঃ শাহীন (২৫) জানান, তালা উপজেলার জেঠুয়া গ্রামের মৃত আব্দুল মজিদের পুত্র আকবর কারিকর একই গ্রামের একটি মৎস ঘেরের বেড়ী বাঁধ দেয়ার জন্য এক্সাভেটর মেশিন চট্রগ্রাম থেকে ভাড়া করে । উক্ত ট্রাকটি জেঠুয়াই আনার পথে উপজেলার নেহালপুর গ্রামের ইউপি সদস্য মোস্তফা মেম্বরের বাড়ীর পাশে একটি পুকুরে পড়ে উল্টে যায় । উল্টে যাওয়া ট্রাকের কেবিনে আটকা পড়ে ২ ব্যক্তি মারা যায় । উল্টে যাওয়া ট্রাকটির নং (ঝালকাটি-শ-১১-০০৪৩) । তৎক্ষনিকাবে স্থানীয় পুলিশ এবং ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের উপ-সহকারী মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে ভোর ৫ টার দিকে সাতক্ষীরা ও খুলনা হতে ফায়ায় সার্ভিসের ২টি দল ঘটনাস্থলে এসে পানিতে ডুবে থাকা ট্রাকের কেবিনের ভিতর থেকে দু-জনের মরা দেহ উদ্ধার করে ।
তালা থানার ওসি হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
Check Also
সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ডের উদ্যোগে সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামি সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ড (রাজারবাগান ও সরকারপাড়া ইউনিট) এর উদ্যোগে …