চাঁদপুরে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত

ক্রাইমবার্তা রিপোট:চাঁদপুরের মতলব উপজেলার ডুগগী এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন মজিদ (৪৭) ও হাবু (৩০)। তাঁদের মধ্যে মজিদ মতলব উত্তরের প্রয়াত মোজাফফরের ছেলে। আর হাবু লক্ষ্মীপুর জেলার খলিল সরদারের ছেলে।

পুলিশের ভাষ্য, নিহত দুজন ডাকাত।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, গতকাল দিবাগত রাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ডুগগীতে প্রায় ৮-১০ জন ব্যক্তি ডাকাতির করার প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়। এ সময় ডাকাতরা পুলিশের ওপর গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও ১৫টি গুলি চালায়। এতে মজিদ ও হাবু নিহত হন।

ওসি আরো জানান, বন্দুকযুদ্ধের সময় বাকি ‘ডাকাত’রা পালিয়ে যায়।

Check Also

সাতক্ষীরায় উগ্রবাদী সাদপন্থীদের বিরুদ্ধে তৌহিদি জনতার মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি ; উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীদের কর্মকান্ডের প্রতিবাদে সাতক্ষীরায় প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।