ক্রাইমবার্তা রিপোট: আলমগীর হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি : ৮ বস্তার জাটকা সহ দুই জেলে কে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে দুই জেলে কে ১৫ দিন করে কারদ- করে দিয়েছে কমল নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান। তারা হলেন নুর করীম (৩০) চরশামছুদ্দিন গ্রামের আলী হোসেনের পুত্র বলে জানা যায় অন্য জন হলেন নুর মোহাম্মদ (৩২) জয়নাল আবদিনের পুত্র বলে যানা যায়। বৃহস্প্রতিবার সকালে মতির হাট এলাকা থেকে দুই জেলেকে আটক করে স্থানীয় এলাকা বাসি । পরে খবর পেয়ে কমল নগর থানা পুলিশ নুর করীম , নুর মোহাম্মদ কে আটক করে কমল নগর উপজেলা পরিষদে নিয়ে আসে । নির্বাহী কর্মকর্তা দুই জনকে ১৫ দিন করে কারাদন্ড দেন এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন।
জাটকা ইলিশের বাচ্ছা গুলো স্থানীয় এতিম খানা বিতারণ করে দেন নিবার্হী অফিসার।
Check Also
সাতক্ষীরায় উগ্রবাদী সাদপন্থীদের বিরুদ্ধে তৌহিদি জনতার মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি ; উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীদের কর্মকান্ডের প্রতিবাদে সাতক্ষীরায় প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন …