ক্রাইমবার্তা রিপোট: ৫ জানুয়ারিকে গণতন্ত্র হত্যা দিবস পালন করছে বিএনপি। এ উপলক্ষ্যে আজ সারাদেশে কালো পতাকা মিছিল এবং ৭ জানুয়ারি শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার ঘোষণা রয়েছে দলটির। নেতারা আশা করছেন কর্মসূচিতে বাধা দেবে না সরকার।
গত বছর ৫ জানুয়ারি নয়াপল্টনে সমাবেশ করেছিল বিএনপি। তবে এবার বিএনপিকে রাজপথে নামতে না দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। অন্যদিকে কর্মসূচি পালনের জোরালো প্রস্তুতি দেখা যায়নি বিএনপির।
দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস আখ্যায়িত করলেও এদিন রাজধানীতে বিএনপির কোনো কর্মসূচি রাখা হয়নি। তবে ঢাকার বাইরে কালো পতাকা মিছিল করার ঘোষণা রয়েছে দলটির।
বিএনপির কর্মসূচি প্রতিহত করা হবে ক্ষমতাসীন দলের নেতাদের এমন ঘোষণা অগণতান্ত্রিক বলেও মনে করেন দলের নীতি-নির্ধারকরা।
বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চায় বলে উল্লেখ করে দলের নেতারা বলেন, এটা তাদের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার। তবে ৭ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার অনুমতি এখনও পায়নি তারা।