জনগণের সরকার প্রতিষ্ঠার শপথ নিন : টুইটে খালেদা জিয়া

ক্রাইমবার্তা রিপোট:জনগণের সরকার প্রতিষ্ঠার শপথ নিতে দলের নেতা কর্মী ও সব শ্রেণির মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে এক টুইট বার্তায় খালেদা জিয়া এ আহ্বান জানান। খালেদা জিয়া ওই সময় দুর্নীতির দুই মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য রাজধানীর বকশীবাজারে বিশেষ আদালতে অবস্থান করছিলেন।

টুইট বার্তায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেন, ‘গণতন্ত্র ও ভোটাধিকার হরণের দিন পাঁচ জানুয়ারিতে জনগণের সরকার প্রতিষ্ঠার শপথ নিন।’

Check Also

অন্তর্বর্তীকালীন সরকারই তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে : অ্যাটর্নি জেনারেল

র্তমান অন্তর্বর্তীকালীন সরকারই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।