ক্রাইমবার্তা রিপোট: ফিরোজ হোসেন : বর্তমান সরকারের ৩ বছর পূর্তি ও গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ এবং জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম গ্রুপের পৃথক কর্মসূচি গ্রহণ করেছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে জেলা আওয়ামীলীগের সভাপতি গ্রুপের নেতৃবৃন্দ সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির নেতৃত্বে একটি মিছিল করে। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে শহিদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, দপ্তর সম্পাদক শেখ হারুন উর-রশিদ, শেখ নুরুল হক, সদর উপজেলা আওয়ামীলীগের ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান অছলে, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা হাসানুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সরদার নজরুল ইসলাম, ইনতাজ আলী মোড়ল, ভবেন চন্দ্র, জেলা শ্রমিকলীগ নেতা শেখ তহিদুর রহমান ডাবলু প্রমুখ।
অপরদিকে বিকালে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ একটি র্যালী বের করে। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী পুর্বক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম শওকত হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু সায়ীদ, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এম.এ খালেক, জেলা পরিষদের সদস্য আমিনুর রহমান বাবু, জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হুসাইন সুজন, সাধারণ সম্পাদক এহসান হাবীব অয়ন, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান এড.অনিৎ মুখার্জী প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান ও পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রাশিদুজ্জামান রাশি।
উল্লেখ্য যে, দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটসহ বেশকিছু রাজনৈতিক দল নির্বাচন বর্জন করে। কিন্তু আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট, জাতীয় পার্টিসহ নির্বাচন কমিশনে নিবন্ধিত দলগুলো অংশ নেয়। নির্বাচনে ৩০০ আসনের ১৫৩টি আসনের সংসদ সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ৫ জানুয়ারি ভোটের দিন ১৪৭ আসনে ভোট হয়। নির্বাচনের মধ্য দিয়ে টানা দ্বিতীয়বারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। আজ আওয়ামী লীগ সরকারের ৩ বছর পুর্তি উপলক্ষে সারাদেশে গণতন্ত্র রক্ষা দিবসের নানা কর্মসূচি পালন করা হচ্ছে।
৪৬তম জাতীয় স্কুল ও মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী
ফিরোজ হোসেন : সাতক্ষীরায় ৪৬তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০১৬-১৭ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলা শিক্ষা অফিসের আয়োজনে সাতক্ষীরা পি.এন স্কুল এন্ড কলেজ মাঠে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সদর-০২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) এস.এম আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পি.এন স্কুল এন্ড কলেজের (ভারপ্রাপ্ত) হাফিজুর রহমান, নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আমিনুর রহমান উল্লাস, দিবা নৈশ কলেজের ক্রীড়া শিক্ষক তৈয়েব হাসান বাবু প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা স্কাউটসের সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস।
জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলামকে কামাল নগর জুলেখা ক্যাডেট মাদ্রাসার শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে শুভেচ্ছা জানিয়েছে কামাল নগর জুলেখা ক্যাডেট মাদ্রাসা। বৃহস্পতিবার সকালে সুলতানপুরস্থ বাস ভবনে শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন কামাল নগর জুলেখা ক্যাডেট মাদ্রাসার ভারপ্রাপ্ত সভাপতি আওয়ামীলীগ নেতা মো. কামরুল ইসলাম, কামাল নগর জুলেখা ক্যাডেট মাদ্রাসার মুত্তালিম আজগার আলী সরদার, ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ডাঃ নাসির উদ্দিন, পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক তুহিনুর রহমান তুহিন, ৮ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ইউছুফ সুলতান মিলন, কামাল নগর জুলেখা ক্যাডেট মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা রবিউল ইসলাম, সাধারণ শিক্ষক মুফতি আলী হোসাইন ও হাফেজ মাওলানা শহিদুল ইসলামসহ কামাল নগর জুলেখা ক্যাডেট মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা।