ক্রাইমবার্তা রিপোট: যশোরে ২ লাখ টাকা ঘুষ দিতে অস্বীকৃতি জানানোয় আবু সাঈদ (৩০) নামে এক যুবককে থানার মধ্যেই ঝুঁলিয়ে পেটানোর অভিযোগ উঠেছে কোতোয়ালি থানা পুলিশের বিরুদ্ধে। পরে ৫০ হাজার টাকার বিনিময়ে সাঈদ ছাড়া পেয়েছে। তবে সংশ্লিষ্ট অফিসার নির্যাতন ও অর্থ আদায়ের কথা অস্বীকার করেছেন।
আবু সাঈদ যশোর সদর উপজেলার তালবাড়িয়া গ্রামের মাদক বিক্রেতা নুরুল হকের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, সাঈদকে বুধবার (৫ জানুয়ারি) রাতে আটক করেন কোতোয়ালি থানার সিভিল ডিমের এসআই নাজমুল হোসেন ও এএসআই হাদিবুর রহমান। পরে তার কাছে ২ লাখ টাকা দাবি করেন ওই দুই অফিসার। ঘুষ দিতে অস্বীকার করায় আবু সাঈদকে হ্যান্ডক্যাপ পরিয়ে থানার মধ্যে দুই টেবিলের মাঝে বাস দিয়ে উল্টো করে ঝুঁলিয়ে পেটানো হয়। পরে ৫০ হাজার টাকা দিয়ে সে ওই রাতেই ছাড়া পায়।
অভিযুক্ত এসআই নাজমুল হোসেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
অপর অভিযুক্ত এএসআই হাদিবুর রহমান বলেন, ‘এমন কোন ঘটনা ঘটেনি। সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।’
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, ‘এমন কোন ঘটনার কথা আমার জানা নেই। এখনো কেউ অভিযোগও করেনি।’