ক্রাইমবার্তা রিপোট: নারকীয় শাস্তি! গাড়ির চুরির সন্দেহে পিঁপড়ে দিয়ে খাওয়ানো হল মা–ছেলেকে। বলিভিয়ায় কারানাভি শহরে গত শনিবারের ঘটনা। বিষয়টি সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে। রাজধানী লা পাজ থেকে ১০০ কিলোমিটার দূরে এই শহরে একটি গাড়ি চুরি গিয়েছিল। সন্দেহ গিয়ে পড়ে এক কিশোরের ওপরে। তাকে গাছের সঙ্গে বেঁধে চলছিল মারধর। ওই কিশোরকে বাঁচাতে গিয়েছিলেন তার মা। ৫২ বছর বয়সী ওই মহিলাকেও রেহাই দেয়নি উত্তেজিত
জনতা। তাঁকেও গাছের সঙ্গে বেঁধে দেওয়া হয়। তাঁদের দেহের ওপরে ছেড়ে দেওয়া দেওয়া হয় মাংসাশী পিঁপড়ে। পিঁপড়ের কামড়ে গুরুতর আহত ওই মহিলা এবং তাঁর ছেলে। খবর পেয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয় পুলিশ। কিন্তু হাসপাতাল সূত্রে জানানো হয়, তাঁদের দেহের বিভিন্ন অংশ থেকে প্রচুর রক্তপাত হয়েছে, বিশেষত কণ্ঠনালীর অনেকটাই খেয়ে নিয়েছে পিঁপড়েরা। একরাত চিকিৎসার পরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন মা ও ছেলে। একই সঙ্গে মারধর করা হয়েছিল ওই মহিলার দুই সন্তানকেও। তবে গুরুতর আহত হলেও তাঁরা প্রাণে বেঁচে গিয়েছে তারা।