কুষ্টিয়ার মিরপুরে জমি নিয়ে বিরোধের জেরে ঘড়বাড়ী ও দোকানপাটে অগ্নি-সংযোগ।

ক্রাইমবার্তা রিপোট: কুষ্টিয়ার মিরপুরে জমি-জমা নিয়ে বিরোধের জেরে ঘড়বাড়ী ও দোকানপাট ভাংচুর  ও অগ্নি সংযোগ করেছে স্থানীয় কিছু প্রভাবশালী।
উপজেলার মালিহাদ ইউনিয়নের চক-হারদি গ্রামে বৃহস্পতিবার দিবাগত রাতে 24আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, জমি নিয়ে অনেকদিন আগে থেকে মামলা চলছিল বীর মুক্তিযোদ্ধা মৃত বারিকের ছেলে বাবলু ও সালিমের। সময় সুযোগকে কাজে লাগিয়ে সালিম বিভিন্নভাবে লোকজন দিয়ে আঘাত নির্যাতন করে আসছিল এই মুক্তিযোদ্ধা পরিবারের উপর। কিন্তু গতকাল রাতে চক হারদি গ্রামের আফসার মন্ডলের ছেলে কুদ্দুস(৪৫), আনসার মন্ডলের ছেলে আব্বাস(৫০), ও শহর আলীর ছেলে শহীদ(৪০)সহ বেশ কয়েকজন, হতদরিদ্র মুক্তিযোদ্ধা সন্তান বাবলুর বাড়ি এবং দোকানে আগুন লাগিয়ে দেয় বলে জানিয়েছে এলাকাবাসি। এঘটনায় বাবলুর ছেলে শাহীন জানান, এলাকায় বেশ কিছু ব্যক্তি যারা বিএনপি জামায়াতের সক্রিয় কর্মী কিন্তু এখন আওয়ামীলীগের নাম ব্যবহার এলাকায় মারামারি-অগ্নিসংযোগসহ নানা রকম অপ্রীতিকর কাজ কর্ম করে বেড়াচ্ছে। জানা যায় এরা সবাই বেশ কিছুদিন আগে এরা সবাাই আওয়ামীলীগে যোগদান করেছে। এরা আওয়ামীলীগের ভাবমুর্তি নষ্ট করার জন্যই নানা রকম অপকর্ম করে বেড়াচ্ছে। এদের টাকা আছে এদের সন্ত্রাসী বাহিনী আছে। আমরা তাদের সাথে পারবো না এমন ভয়ও আমাদের দেখানো হচ্ছে। তিনি আরো বলেন, স্থানীয় এক নাম সর্বোস্ব আওয়ামীলীগ নেতা হামিদুল ইসলাম হামিদের নেতৃত্বে এরা সবাই বেপড়োয়া হয়েছে বল্ওে জানান। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি জানান, হামিদ বাহিনীর অত্যাচারে অতিষ্ট এলাকাবাসী। তার সাথে পাঙ্গা নেওয়ার মত কেউ নেই। দিনের বেলায় তাদের কাজে বা কথায় কেউ প্রতিবাদ করলে রাতে বেলা মারধরসহ বিভিন্নভাবে নির্যাতন করে ক্যাডার হামিদ বাহিনীর সদস্যরা।  এলাকাবাসী জানিয়েছে হামিদ বাহিনীকে যদি থামানো না যায় তবে যে কোন সময় বড় ধরনের অঘটনের আশঙ্কা আছে।

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।