ক্রাইমবার্তা রিপোট: মোস্তফা কামাল-শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা: সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা ক্যাম্পাসে উপজেলা সাব-রেজিষ্ট্রী অফিস ও তৎ সংলগ্ন দুটি সেরেস্তায় সিসি ক্যামেরা ও নৈশ প্রহরী থাকার পরেও দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। ৫ই জানুয়ারী শুক্রবার গভীর রাতে সংঘবদ্ধ চোরের দল অফিসে গ্রীলকেটে দরজা ভেঙে ভিতরে রক্ষিত মুল্যবান দলিল পত্রাদি, আসবাবপত্র এবং সেরেস্তার কাগজপত্র ও মালামাল তছরুপ করে। ক্ষয়ক্ষতির পরিমান এখনও জানা যায়নি, তবে কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পরিমান নিরূপনের চেষ্টা করছে। শ্যামনগর থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনা স্থল পরিদর্শন করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মোঃ মনজুর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ভিডিও ফুটেজের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে। এদিকে নৈশ প্রহরী থাকার পরও এধরনের চুরির ঘটনায় সদর বাজারে ব্যবসায়ী মহলের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …