বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

নাটোর প্রতিনিধি:নাটোর শহরের কানাইখালী এলাকায় পারিবারিক বিরোধের জের ধরে বড় ভাইয়ের হাতে জনি (৩০) নামে তার ছোট ভাই খুন হয়েছেন। এ ঘটনায় ঘাতক বড় ভাই জাহাঙ্গীর হোসেনকে (৪০) আটক করেছে পুলিশ।image-57417-1483804680

আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। তারা কানাইখালী এলাকার মরহুম সাবেদ আলীর ছেলে।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, পারিবারিক বিরোধের জের ধরে সন্ধ্যায় জাহাঙ্গীর ও ছোট ভাই জনির মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে তাদের মধ্যে মারামারি বাধলে জাহাঙ্গীরের কিল-ঘুষিতে জনি আহত হন। পরে দ্রুত তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর জাহাঙ্গীরকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

Check Also

যশোরে মধুমেলার জায়গা বরাদ্দ নিয়ে বিএনপির দুগ্রুপের হাতাহাতি

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত’র ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী ‘মধুমেলা’র জায়গা ও ইভেন্ট বরাদ্দের উন্মুক্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।