ক্রাইমবার্তা রিপোট: সাভারের পৌর এলাকার ভাগলপুরে গ্যাসের লাইন বিস্ফোরণে এক দম্পতি নিহত হয়েছেন। আহত হয়েছেন একই পরিবারের পাঁচজন।
আজ শনিবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন রওশন আলী (৬০) ও স্ত্রী খায়রুন্নেসা (৫০)।
আহত হয়েছেন হযরত আলী, মেহেরুন্নেসা, হাফেজ খুরশেদ আলী সেলিম, তাইজুল ইসলাম ও ফাতেমা। তাদের সাভারের এনাম মেডিক্যাল হাসপাতালে নেয়া হয়েছে। এদের মধ্যে ফাতেমার অবস্থা গুরুতর। তাকে আইসিইউতে রাখা হয়েছে।
স্থানীয়রা জানান, শনিবার ভোর রাত সাড়ে ৩টার দিকে ওই বাড়িতে বিস্ফোরণ হয়। মুহূর্তের মধ্যে আগুন আরো কয়েকটি ঘরে ছড়িয়ে পড়ে। এতে অগ্নিদগ্ধ হয়ে ওই বাড়ির বাসিন্দা রওশন আলী ও তার স্ত্রী খায়রুন্নেসা নিহত হন। সে সময় অগ্নিদগ্ধ হন পরিবারের আরো পাঁচজন।
রান্না ঘরের গ্যাস লাইন বিস্ফোরিত হয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন তারা।
নিহত রওশন আলীর ছেলে হযরত আলী বলেন, ভোর রাত সাড়ে ৩টার দিকে তার বাবা খেতে উঠেন। রান্না ঘরে দুধ জ্বাল দিতে ম্যাচে জ্বালালে বিস্ফোরণ ঘটে। রান্না ঘরটির জানালা-দরজা বন্ধ থাকায় এবং গ্যাসের চুলা খোলা থাকায় পরে ম্যাচ জ্বালানোর সাথে সাথে এ বিস্ফোরণ ঘটে বলে তিনি ধারণা করছেন।